সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শ্ম’শা’নে পরিণত হলে আপনি ডোম, বুম্বাদাকে আ’ক্র’ম’ণ করলেন রানা সরকার

বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জীর নাম। ৩০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে এক চেটিয়া রাজত্ব করছেন বুম্বাদা। আর টলিউড বলতে প্রথমেই উঠে আসে প্রসেনজিৎ চ্যাটার্জীর নাম।

এত জনপ্রিয়তার জেরেই তাঁর ফ্যান ফলোয়ারস্ও প্রচুর। তবে মাঝেমধ্যেই প্রসেনজিতের বিরুদ্ধে নানান বিস্ফোরক অভিযোগ শুনতে পাওয়া যায়। এবার টলিউডের এক নামী প্রযোজক রানা সরকার খোদ প্রসেনজিতের দিকে আঙুল উঁচিয়েছেন।

সম্প্রতি একটি বাংলা ছবির প্রচারে সংবাদমাধ্যমদের উদ্দেশ্য করে অভিনেতা বলেন, বাংলা ছবি তো আপনাদেরই ঘরের ছবি। RRR-এর মতো দক্ষিণী ছবি ৩ দিনে ৪০০ কোটি টাকার ব্যাবসা করেছে। আমাদের ছবির ব্যাপারে ভালো ভালো লিখুন।

ভালোভাবে প্রচার করুন। কিছু ভুল হলে যতটা সম্ভব ওভারলুক করে যান। নিজেদেরই তো ইন্ডাস্ট্রি। নাহলে আমাদের ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে। এই দায়িত্বটুকু আপনাদের পালন করতেই হবে।” প্রসেনজিতের এই সাক্ষাৎকার দেখে আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না প্রযোজক রানা সরকার।

আরো পড়ুন: ক’রো’না’র নতুন ভ্যারিয়েন্ট XE, এটি আ’রো বে’শি সং’ক্রা’ম’ক! দা’বি WHO-র

আনন্দলোকে প্রকাশিত প্রসেনজিতের এই সাক্ষাৎকারের অংশটি উদ্ধৃত করে প্রসেনজিতের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্টে তিনি লিখলেন, “এপ্রিল ফুল করছেন ? নিজের ছবিতে ২৫ লক্ষ টাকা রেমুনারেশন নেন, তার বিনিময়ে ২৫ হাজার টাকার টিকিট বিক্রি করার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনার নেই? দিনে ৩০ লিটার জলের বিল পাঠান প্রযোজককে। এমনকি ব্যক্তিগত লাক্সারি মেকাপ ভ্যানের পয়সাও ছাড়েন না”।

তবে এহেন বিস্ফোরক বক্তব্যের পরেও চুপ থেকেছেন। প্রসেনজিতের অন্ধ অনুরাগীরা যেমন প্রযোজকের এই মন্তব্যের ঘোর বিরোধিতা করছেন, তেমনই আবার একদল প্রযোজকের পক্ষেও কথা বলছেন।

সদ্যপ্রয়াত অভিষেক চ্যাটার্জীর কেরিয়ারও প্রসেনজিতের করা ষড়যন্ত্রের কারণেই নষ্ট হয়ে গিয়েছিল, আর একথা অভিষেক নিজেই স্বীকার করেছিলেন।

একা অভিষেক নয়, প্রসেনজিতের কারণেই আরও অনেক অভিনেতাকে বিদায় নিতে হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এমনকি প্রসেনজিতের সমসাময়িক জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর ভাষায় প্রসেনজিৎ নাকি ‘ইনফ্লুয়েন্সিয়াল’, তার বিরুদ্ধে কথা বলা যায় না। তবে এবার প্রসেনজিতের বিরুদ্ধে সবথেকে বড় ধামাকা ফাটালেন স্বয়ং প্রযোজক।