সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহালয়া ক’বে এই বছর? জানুন কেন গুরুত্বপূর্ণ এই দিনটি

পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয় মহালয়াতে‌। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোত্সবের আগে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। পুরাণ অনুসারে ব্রহ্মার বরে মহিষাসুর প্রভূত শক্তিশালী হয়ে উঠলে দেবতারা তাকে পরাস্ত করতে অপারগ হয়ে পড়েন। একমাত্র নারীশক্তি ছাড়া সেই মুহূর্তে মহিষাসুরকে পরাস্ত করা সম্ভব ছিল না। কাজেই মহিষাসুরের উপদ্রবে দেবতারা স্বর্গচ্যুত হলে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের তেজ থেকে জন্ম নেন দেবী দুর্গা।

দশ হাতে দশ অস্ত্র ধরে দেবী দুর্গা একাই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে মহালয়ার দিনেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী। চলতি বছরের আগামী ৬ ই অক্টোবর মহালয়া। যদিও গত বছরের মতো এই বছরেও করোনার কারণে বাঙালির দুর্গাপূজার আনন্দে টান পড়তে চলেছে। কারণ করোনার জন্য যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এবছর দুর্গাপুজোর মহাষষ্ঠী তিথি পড়েছে আগামী ১১ই অক্টোবর। মহাসপ্তমীর তিথি আগামী ১২ ই অক্টোবর। মহাষ্টমী তিথি আগামী ১৩ই অক্টোবর। মহানবমী আগামী ১৪ অক্টোবর এবং বিজয়া দশমী আগামী ১৫ ই অক্টোবর। তার আগে মহালয়ার উৎসব রয়েছে। মহালয়া থেকে কার্যত বাঙালির পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে যায়।

ওই দিন সকালে গঙ্গাবক্ষে দাঁড়িয়ে পিতৃপুরুষকে স্মরণ করবেন। দুর্গাপূজার কয়েক মাস আগে থেকেই কুমোরটুলিতে সাজ সাজ রব পড়ে যায়। মায়ের মূর্তি গড়ার কাজে লেগে পড়েন মৃৎ শিল্পীরা। মহালয়ার দিনেই কার্যত মায়ের চক্ষুদান হয়।