সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভি’নয়ে সু’যো’গ না পে’লে কি করতেন নোলক? জা’না’লে’ন নি’জে’ই

অভিনয়ে সুযোগ না পেলে কি করতেন নোলক? জানালেন নিজেই

স্টার জলসার একটি নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’। মাস খানেক আগে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্পটা আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা। প্রায় বাবার বয়সী এক লোকের সাথে বিয়ে এই গল্পের প্রধান আকর্ষণ। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এও কি সম্ভব? ইত্যাদি নানা জাতীয় প্রশ্নে বিধ্বস্ত হতে হয়েছিল এই ধারাবাহিকের নির্মাতাদের। অসম বয়সী দুজন মানুষের দাম্পত্য জীবনের গল্প নিয়ে শুরুতেই দর্শকদের মধ্যে একটি বড় অংশ আপত্তি জানায়। এমনকি সিরিয়াল না দেখেই সিরিয়াল বন্ধেরও দাবি জানান দর্শকদের একটা বড় অংশ। প্রশ্নের মুখ থেকে ছাড় পাননি টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনও। কারণ তিনি রয়েছেন মুখ্য চরিত্রে। তবে সিরিয়াল শুরুর এক মাসের মধ্যেই কার্যত তার গল্পে মুগ্ধ হয়েছেন দর্শক। জনপ্রিয় হয়ে উঠেছে অরিন্দম নোলকের জুটি।

কৌশিক সেনের মত দাপুটে অভিনেতা খুব কমই আছে টলিউড ইন্ডাস্ট্রিতে। সেই অভিনেতা র বিপরীতে অভিনয় করা বেশ কঠিন এক নবাগতার পক্ষে। তবে পাল্লা দিয়ে ভালো কাজ করছে ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রী সোমু সরকার। চনমনে প্রাণখোলা অভিনয় দিয়ে সে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে তার চরিত্রের নাম নোলক, পেশা বেশ অন্যরকম, সে বহুরূপী। আর তার বিপরীতে কৌশিক সেনের চরিত্রে র নাম অরিন্দম রায়, তিনি শহরের নামজাদা এক উকিল।

এই সিরিয়ালছ নায়িকার চরিত্রে অভিনিয়ের আগে আকাশ আট চ্যানেলের ধারাবাহিক ‘ইকির মিকির’-এ সেকেন্ড লীড রোলে সোমুকে দেখা গিয়েছিল। প্রথম থেকেই অভিনেত্রী হতে চাইতেন তিনি। তবে লেখাপড়া সম্পূর্ণ করেছেন সাংবাদিকতা নিয়ে। ইন্ডাস্ট্রিতে নতুন এসে অনেক বড় বড় অভিনেতাদের সাহচর্য পেয়েছেন তিনি, তাই এখন শুধুই তাঁর শেখার পালা। বিপরীতে অভিনয় করা কৌশিক সেনও তার কাছে সহ অভিনেতা নয়, বরং শিক্ষক।

মালদার মেয়ে সোমু সেখান থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। যদিও এখন আর সেই পেশায় যুক্ত নন তিনি, এখন তিনি সকলের পরিচিত ছোটপর্দার নায়িকা ‘নোলক’। বরাবর সোমুর অভিনয় করার ইচ্ছা থাকলেও তিনি জানিয়েছেন, “যদি অভিনয়ের দিকে আমার সুযোগ না আসতো, তাহলে হয়তো ভিডিয়ো এডিটর হতাম। আগে একটি short film এর ভিডিও এডিট করে রোজগারও করেছি।”