সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এমন বাজারে কি ক’রা উচিত বিনিয়োগ? কতটা লাভের আশা ক’রা যে’তে পারে?

গত কয়েকদিন থেকে ভারতীয় শেয়ার মার্কেটের দর পতন ঘটে চলেছে। যার কারণেই বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা যাচ্ছে। তবে গত ২৬ মে তারিখে বাজারে খানিকটা হলেও তেজি লক্ষ্য করা গেছে। সেনসেক্স ৫০৩.২৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বৃদ্ধি নিয়ে ৫৪,২৫২.৫৩-এ বন্ধ হয়েছে, এবার সেই সূত্র ধরেই গতকাল শুক্রবারও খুলেছিল বাজার।

গত বৃহস্পতিবার যেখানে নিফটি ১৪৪.৩৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বৃদ্ধি নিয়ে ১৬,১৭০.১৫-এ বন্ধ হয়েছিল, সেখানেই গতকাল শুক্রবার ১৬,২৮৭-এ খুলেছে। গত ১ বছরের যদি নিফটির পতন লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সেটার ১৪% পতন ঘটেছে। ২০২২ সালে এখনও পর্যন্ত ৭% পতন ঘটেছে।

তবে বর্তমানে পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিনিয়োগকারীদের বাজার সংশোধনের সুযোগ নেওয়া উচিত। বিশেষ করে কারও পোর্টফোলিওতে থাকা নিম্নমানের স্টকগুলি থেকে রেহাই পেতে বাজারের এই মন্দা ভাবকেই ব্যবহার করা উচিত।

আরো পড়ুন: অন্য বন্দিদের কাছে সুতপার গল্প করে সুশান্ত, খু’নি প্রেমিকের আচরণ দে’খে চিন্তায় কারারক্ষীরা

এই সুযোগে শক্তিশালী কোম্পানিগুলির ভালো মানের স্টক অন্তর্ভুক্ত করে নেওয়া উচিৎ। তবে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে, ঝোঁকের বশে এমন স্টক কেনা না হয়, যেগুলোর অতিরিক্ত পতন ঘটেছে।

বিশেষ করে দুর্বল ভিত্তি সম্পন্ন কোম্পানি গুলো থেকে বিনিয়োগ কারীদের দূরেই থাকা উচিৎ। বিশেষ করে পেনি স্টক, অতিমূল্যায়িত এবং সংবাদ ভিত্তিক স্টকগুলিকেও উপেক্ষা করা উচিত। তবে ভুলবশত যারা এই ধরনের কোন স্টক ক্রয় করেছেন, অতি শীঘ্রই লাভ-লোকসান না দেখে বিক্রি করে দেওয়া উচিত।