সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি কা’ন্ড, পোষা কুকুরের মতোই আ’চ’র’ণ করছে চিতাবাঘ, রইলো আশ্চর্যজনক ভিডিও

বাঘ বাঘের মতো আচরণ করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তা নয়, সে কিনা আচরণ করছে পোষা কুকুরের মত?? বন্যপ্রাণীর এইরকম একটি ব্যবহার দেখে রীতিমত অবাক হয়ে গেলেন পরিবেশ কর্মী মহলের সকলে। শনিবার রাতেই দার্জিলিং জেলার মনটা চা বাগানের একটি বাড়িতে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাড়িতে ঢোকার পর চিতাবাঘ চলে যায় ঘরের ভেতর।ঘরের ভেতর আচমকা বুনো চিতাবাঘকে দেখে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান সকলে। এরপর নিজেদের নিরাপদ করার জন্য সকলে একসঙ্গে চিতাবাঘকে মারতে উদ্যত হন।

কিন্তু অপরদিকে চিতাবাঘ টি কোন ভাবেই আক্রমণ করে না কাউকে। উল্টে তার আচরণ এতটাই ছোট্ট শিশুর মত ছিল, যা দেখে সকলে অবাক হয়ে যায়। ধীরে ধীরে বাঘটির সঙ্গে সকলের ভাব জমে যায়। ধীরে ধীরে একটু সাহস অর্জন করে সকলে বাঘটিকে আদর করতে শুরু করে।

কেউ কেউ আবার সেলফি তুলে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই চিতাবাঘ জনৈক ব্যক্তির বাড়িতে ঢোকার খবর পেয়েই সেখানে ছুটে আসেন দার্জিলিং জেলার বনদপ্তরের কর্মীরা। তাকে পরে বন্দী করে জোড়বাংলো রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।

বনদপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে একটি চাবাগানে উৎপাত করছিল এই চিতাবাঘ টি। খবর পেয়ে বনদপ্তর খাঁচা পেতেছিল তাকে ধরার জন্য। অবশেষে স্থানীয়দের চেষ্টায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনায় কোনো ব্যক্তির আহত অথবা নিহতের খবর পাওয়া যায়নি। কিন্তু একটি চিতাবাঘের এহেন ব্যবহার দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন নেট দুনিয়ার মানুষেরা।