Home অফবিট ট্রেনে তৎকাল টিকিট কিভাবে কা’ট’বেন? কিভাবে বুক করলে নিশ্চিত টিকিট পাবেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে তৎকাল টিকিট কিভাবে কা’ট’বেন? কিভাবে বুক করলে নিশ্চিত টিকিট পাবেন?

এবার যাত্রীদের সুরক্ষায় আরো অগ্রণী রেল। Irctc এর মাস্টার লিস্ট ব্যবহার করে অনলাইনে পেয়ে যাবেন ট্রেনের একেবারে কনফার্ম টিকিট। তবে আইআরসিটিসি তে প্রথমে আগে আপনাকে একাউন্ট খুলতে হবে আর সেখান থেকেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন। মনে রাখতে হবে ইন্টারনেট সংযোগ যাতে ঠিক থাকে।

ইউপিআই বা ব্যাংক একাউন্টে অবশ্যই থাকতে হবে পর্যাপ্ত টাকা। যদি অনলাইনে টিকিট বুক করেন তবে নিশ্চিন্তে টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তৎকালের থেকেও আগে পেয়ে যাবেন confirm টিকিট। মাস্টার লিস্ট এমন একটি বৈশিষ্ট্য যা পাওয়া যায় অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে।

তাছাড়া মাস্টার লিস্ট থেকে যেকোনো ট্রেনের টাইম টেবিল পেয়ে যেতে পারেন খুব সহজে। টিকিট কাটার আগে যদি ট্রেনযাত্রা সম্পর্কিত যাবতীয় বিবরণ জানতে চান তবে এখান থেকেই পেয়ে যাবেন সব তথ্য।

সব থেকে বড় কথা আপনার সময় নষ্ট হবে না বুকিংয়ের পর আপনার সিট কোথায় আছে সব জানতে পারবেন। বুকিং শুরু হওয়ার আগে আপনাকে সরাসরি এই তালিকা নির্বাচন করতে হবে। প্রথমে একাউন্টে লগইন করতে হবে এরপর ওয়েবসাইটে হোম লেখা অংশে ক্লিক করলে চলে আসবে মাই অ্যাকাউন্ট অপশন।

সেখান থেকে মাইমাস্টার লিস্ট ক্লিক করুন। যদি আগে থেকে তৈরি না হয়ে থাকে তবে নো রেকর্ড দেখাবে। সেখানে ক্লিক করলে এড প্যাসেঞ্জার অপশন আসবে।

নাম লিখে ক্লিক করে দিন এরপর যাত্রী বা যাত্রীদের সমস্ত বিবরণী চলে আসবে আপনার চোখের সামনে। টিকিট বুকিং এর শেষ পদক্ষেপ হিসেবে মাই প্যাসেঞ্জার লিস্টে গিয়ে যাত্রীদের তালিকা দিন এরপর অনলাইনে ওই টিকিটের দাম মিটিয়ে দিতে হবে।