সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Weather Update: নিম্নচাপের জেরে তু’মু’ল বৃষ্টিপাতের সতর্কতা জা’রি হাওয়া অফিসের, দিলো বিশেষ বা’র্তা

আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কলকাতা সর্ব পশ্চিমের একাধিক জেলাতে আজ সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে অবশ্য বিগত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন কলকাতাবাসী। তবে শহরতলীর একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছিল। তবে বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামে পশ্চিমের জেলাগুলিতে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্রিশগড়ে অবস্থান করছে। তবে বুধবারে অবশ্য এই নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। তবে মধ্যপ্রদেশে পৌঁছেই নিম্নচাপ তার শক্তি হারাবে। এদিকে এই মুহূর্তে গুজরাটেও একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা এই দুই নিম্নচাপকে সংযুক্ত রেখেছে। গুজরাত ও ওড়িশাতে এই মুহূর্তে প্রবল বৃষ্টিপাতে চলছে।

আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণ চলবে। তবে আগামীকাল অবশ্য ধীরে ধীরে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে। পশ্চিম উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওয়া।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। এদিকে আবার পশ্চিমবঙ্গ ছাড়াও কর্ণাটক, তামিলনাডু, পুডুচেরি, করাইকাল, কেরালায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানেও ভারী বৃষ্টিপাত চলছে।