সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের ত’র’ফ থেকে কো’নো হা’ম’লা হয়নি, ক’র’লে কি ওরা “জানোয়ার” বলতে পা’র’তো?: ত্রিপুরা বিজেপি

ত্রিপুরায় তৃণমূলের যুব নেতা কর্মীদের উপর হামলা চালানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে সমালোচিত হতে হচ্ছে বিজেপিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা চালানো, তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়া, তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো এবং গো ব্যাক স্লোগান দেওয়ার পরে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তদের উপর হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

তৃণমূলের দাবি ত্রিপুরায় গণতন্ত্র নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজত্ব সেখানে গণতন্ত্রের শ্বাসরুদ্ধ হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনার পরে বিজেপির বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ প্রকাশ করে চলেছে তৃণমূল। এবার তৃণমূলের দাবির পাল্টা দিল বিজেপি। সোমবার ত্রিপুরা বিজেপির তরফ থেকে একটি অফিসিয়াল বয়ান তুলে ধরা হয়েছে। সেখানে তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে বিজেপির মুখপাত্র তথা বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী পাল্টা তৃণমূলের সমালোচনা করেছেন।

তার দাবি, তৃণমূল ত্রিপুরায় জয়ের ব্যর্থ স্বপ্ন দেখছে। ৬ শতাংশ ভোট পেয়েই তৃণমূলকে সর্বভারতীয় দলের তকমা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেছেন, এদিন তৃণমূলের নেতাকর্মীদের উপরে বিজেপির তরফ থেকে কোনো হামলা চালানো হয়নি। তিনি দাবি করেন ত্রিপুরাতে সুবিধা করতে না পেরে কলকাতা এসএসকেএম হাসপাতালে গিয়ে নাটক করছেন তারা।

তিনি আরো বলেছেন দেবাংশু বলছেন যে মাথার পেছনে আঘাত হয়েছে। তাহলে মাথার সামনে ব্যান্ডেজ বাঁধা রয়েছে কেন? প্রশ্ন তুলেছেন সুশান্ত চৌধুরী। তিনি প্রশ্ন করেন যদি সত্যিই বিজেপি হামলা করতো তাহলে পুলিশকে তারা কিভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে পারতেন? ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও ‘জানোয়ার’ বলতে পারতেন কি? তিনি দাবি করেন তৃণমূল ত্রিপুরাতে এসেছিল নাটক করার জন্য। নাটক শেষে ফিরে গিয়েছে রাজ্যে।