সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তা সা’ড়া’ই’য়ের দা’বী’তে বি’ক্ষো’ভ গ্রাম’বাসীদের

রাস্তা সাড়াইয়ের দাবীতে বিক্ষোভ গ্রামবাসীদের

মালদা: রাস্তার দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। রবিবার সকালে ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শহীদ মোড়ে রাস্তার দাবিতে এই মর্মে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষন চলে এই বিক্ষোভ আন্দোলন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে বেহাল শহীদ মোড় থেকে ইসলামপুর এবং ইসলামপুর থেকে নতুন যদুপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা।

রাস্তার দাবি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কেও জানানো হয়েছে। এই রাস্তার টেন্ডার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ। একদিনের বৃষ্টিতেই হাটু জলে পরিণত হয়েছে গোটা রাস্তা। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা।

যদুপুর হাই স্কুল, সোনাতলা প্রাথমিক বিদ্যালয় বেশ কয়েকটি মাদ্রাসা এবং নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। ফলে প্রতিনিয়ত এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হয় পরিবারের সদস্যদের। এমতাবস্থায় রাস্তার দাবিতে রবিবার সকালে তারা স্থানীয় শহীদ মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি আগামীতে রাস্তার দাবি পূরণ না হলে তারা বড়োসড়ো আন্দোলনে নামবে।