সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার তাপমাত্রায় তারতম্য, ফের শীত ঢু’ক’বে শহরে?

এবার তাহলে বল আযেতেই পারে শীতের তৃতীয় ইনিংস শুরু হয়ে গেছে। শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে এমনটা অনুমান করা হয়েছিল কিন্তু আসলে তেমনটা নয়। শীত বিদায় নেওয়ার সময় এখনও আসে নি। বিশেষ করে দেখা গেছে বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

অনেকেই ঘরে ফ্যান চালাতে বাধ্য হয়েছে তবে আশার আলো রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। একেবারে শীতের শেষ ইনিংস এটি, এরপরে শীতের বিদায় নেওয়ার পালা। তাই সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করছে মানুষ। আজ বৃহস্পতিবার থেকেই রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে শীত।

গড়ে ৫ দিনে ৫ ডিগ্রী তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার তাপমাত্রা ছিল কলকাতার প্রায় ১৯ ডিগ্রীর কাছাকাছি, কিন্তু আজ বৃহস্পতিবার সেই তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রী হয়েছে। আগামী দিনে এই তাপমাত্রা আরও কমবে বলেই মনে করা হচ্ছে।

আরো খবর: ভা’বা যায়! ৭০ কোটি করে ৪০ জন কর্মীকে বোনাস দিলেন বস, হ’ত’বা’ক বিশ্ব

পশ্চিমীঝঞ্ঝা একটু সড়ে যেতেই উত্তরের পথ একেবারে পরিষ্কার, আর যার কারণেই শীতের বাউন্স ব্যাক। আগামী ৪-৫ দিন এই শীত স্থায়ী থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও জাকিয়ে শীত হয়ত আর পরবে না, কিন্তু শীতের অবস্থান বিদ্যমান।

এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম। কারণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেলা বাড়লেও কুয়াশার দাপট রয়েছে। উত্তরের হাওয়ায় একেবারে কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে জেলায় জেলায়। তবে আর বেশীদিন নয় বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।