সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’ছা’ড় মা’র’লেও এই ফোনের কিছুই হ’বে না, এসে গে’লো Ulefone Armor 12 Dual 5g Smartphone

Ulefone Armor 12 Dual 5G Smartphone. নামেই আর্মর শব্দটি রয়েছে। ফলে বুঝতেই পারছেন, এই ফাইভজি স্মার্টফোনকে শক্তপোক্ত করেই গড়া হয়েছে। Ulefone Armor 12-এর বডি বেশ মজবুত। তবে এই ফোনের ফিচার্স-ও গ্রাহকদের আকৃষ্ট করতে পারে।

আজকালকার প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি কোম্পানি তাদের স্মার্টফোনে কিছু নতুন ফিচার দিয়ে গ্রাহকদের মুগ্ধ করতে চায়। প্রযুক্তি প্রতিদিন উন্নত হচ্ছে। সেই সময়ে, আপনি প্রতিদিন নতুন ফিচার সহ একটি ফোন পেতে পারেন হাতের নাগালে। কিন্তু এইসব শৌখিন ফোনগুলি হাত থেকে একবার পড়লেই আর আস্ত থাকবে না। কিন্তু আজ যে ফোনের কথা বলতে চলেছি সেই ফোনটির কিছুই হবে না।

Ulefone Armor 12 Dual 5G স্মার্টফোন। আর্মর শব্দটি নামে আছে। ফলস্বরূপ, আপনি বুঝতে পারছেন যে এই ফাইভজি স্মার্টফোনটি শক্তপোক্ত করেই তৈরী করা হয়েছে। Ulefone Armor 12 এর শরীর বেশ শক্তপোক্ত। এই ফোনের বৈশিষ্ট্যগুলি গ্রাহকদেরও আকর্ষণ করতে পারে।

এই ফোনে রয়েছে সিলভার-আয়ন অ্যান্টি-ব্যাকটেরিয়াল কোটিং ভিত্তিক। ব্যবহারকারী ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে পারে। এছাড়াও থাকবে একটি কোয়াড কোর ক্যামেরা সেট-আপ। প্রাথমিক সেন্সর ৪৮ মেগাপিক্সেল।

এই ফোনে থাকবে ১২১৬ সুপার লিনিয়ার স্পিকার। ফলে অডিও কোয়ালিটি নিয়ে গ্রাহকদের কোনো অভিযোগ থাকার কথাই না। সাউন্ড লাউডস্পিকার 106dB হবে। পাইন টিউন করে সফটওয়্যারটি ১৫ স্তরে অপ্টিমাইজ করা হয়েছে।

মিডিয়াটেক ডায়মেনসিটি 700 SoC প্রসেসর থাকবে । থাকবে 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি 5180mAh। Ulefone Armor 12-তে 6.2-ইঞ্চি ডিসপ্লে থাকবে। Ulefone Armor 12, 5 জি প্রি সেল ২৩ আগস্ট থেকে শুরু হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া পেজে গিভ অ্যাওয়ে চালু করেছে। ১৩ ই আগস্ট থেকে ইনস্টাগ্রামে সেই গিভ অ্যাওয়ে শুরু হয়েছে।