Home আন্তর্জাতিক টিউশন পড়াবেন কিন্তু বেতন ন’য় শুধু দু-বেলা খে’তে দি’তে হবে, যুবকের বি’জ্ঞা’প’ন...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টিউশন পড়াবেন কিন্তু বেতন ন’য় শুধু দু-বেলা খে’তে দি’তে হবে, যুবকের বি’জ্ঞা’প’ন ভাইরাল

বেকারত্বের যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এমনই যে দুবেলা দুমুঠো ভাত জুটছে না। তাই অন্যান্য প্রয়োজন নিয়ে ভাবার অবকাশ নেই। কেবল দুবেলা দুমুঠো ভাত জুটলেই হয়। বাংলাদেশের এক যুবকের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কার্যত হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের ওই যুবক সম্প্রতি একটি পোস্টার ছাপিয়েছেন। সেখানে তিনি লিখেছেন শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে তিনি টিউশন করতে চান।

প্রথম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অংক ছাড়া বাকি সমস্ত বিষয়ে তিনি পড়াতে পারবেন। তবে তারপর ধরে তাকে ভাতের ব্যবস্থা করে দিতে হবে। ওই যুবকের এমন একটি পোস্টার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের বেকারত্বের দশার স্পষ্ট নিদর্শন মোহাম্মদ আলমগীর কবীর নামের ওই যুবকের এই পোস্টার। বগুড়া জেলার বাসিন্দা ওই যুবক সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এতদিন পর্যন্ত পড়াশোনা করলেও চাকরি তো দূরের কথা আর যোগ্যতা অনুযায়ী কোনো কাজই পাননি তিনি। সেই কারণে তিনি বর্তমানে টিউশন খুঁজছেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ওই যুবক টিউশনের বদলে টাকা চান না। বদলে তিনি শুধু খাবার খেতে চান। সম্প্রতি তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাতের কষ্ট থেকে তিনি এই বিজ্ঞাপন দিয়েছেন।

ওই যুবক জানিয়েছেন তিনি বর্তমানে একটি বাড়িতে টিউশন পড়াচ্ছেন। সেখানে তাকে সন্ধ্যেবেলার জলখাবার দেওয়া হতো। তবে তিনি বলেছেন এবার থেকে তাকে রাতে ভাত খাওয়াতে হবে। চাকরি পরীক্ষায় বসার জন্য যেটুকু খরচ করতে হয় সেটুকু পর্যন্ত করার সামর্থ্য নেই এই যুবকের। তাই তিনি টিউশন খুঁজছেন।