সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্যক্ত করার চে’ষ্টা, যুবককে ধরে ধো’লা’ই দিলো ওরাং ওটাং, রইলো ভিডিও

চিড়িয়াখানায় তো কত পর্যটকই ঘুরতে আসেন। তেমনই এসেছিলেন এই পর্যটক। কিন্তু তিনি কি আর তখন জানতেন যে চিড়িয়াখানায় ঘুরতে এসে এরকম এক বিপদের সম্মুখীন হতে হবে তাকে। চিড়িয়াখানায় ঘুরতে আসা সেই পর্যটক হঠাৎ করেই ওরাং ওটাং দেখে খানিক উত্তেজিত হয়ে পড়েন।

উৎসাহকে আর দমিয়ে রাখতে না পেরে ওই ব্যক্তি ওরাং ওটাংয়ের খাঁচার একেবারেই কাছে চলে আসেন। আর কাছে আসাটাই বোধ হয় কাল ছিল তাঁর জীবনে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা খাঁচার ভিতর থেকে লোকটির জামা টেনে ধরে ওরাং ওটাংটি। অনেক চেষ্টা করেও তিনি তাঁর জামা ছাড়াতে পারেন নি, ভয়ে ব্যক্তিটির প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। তাই পাশে থাকা অন্য এক ব্যক্তির সাহায্য চান তিনি।

সূত্রে খবর ওরাং ওটাংয়ের সঙ্গে একটি সেলফি তোলার জন্যই খাঁচার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ওই ব্যক্তি। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে লোকটি একটি সিমেন্টের পাঁচিলের ওপর দিয়ে ওরাং ওটাংয়ের খাঁচার কাছে এসেছিলেন। আর এত কাছে লোকটিকে দেখে লোকটিকে জামা টেনে ধরে ওরাং ওটাং-টি।

আরো পড়ুন: রহস্যজনক বাড়ি! ঘ’রে আগের মতোই সা’জা’নো আছে জিনিসপত্র, কিন্তু গা’য়ে’ব পরিবারের সকলেই

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি ওরাং ওটাংয়ের খাঁচার সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরেই ওরাং ওটাংটিকে উত্ত্যক্ত করে যাচ্ছিল। প্রথমে ওরাং ওটাং চুপ করে সব কিছু সহ্য করছিল ঠিকই তবে হঠাৎই তার নাগালের মধ্যে চলে আসে ওই ব্যক্তি।

তার তারপরেই স্বমূর্তি ধারণ করে ওই ব্যক্তির জামাকে আঁকড়ে ধরে ওরাং ওটাংটি। আর সাথে সাথে ওই ব্যক্তি চিৎকার করে ওঠেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি gieddeeandgiedde নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Gidda company (@gieddee)

চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লোকটি নিজেকে বাঁচাতে ওরাং ওটাংটিকে যেই না লাথি মেরেছে, সাথে সাথেই প্রাণীটি আরও তীব্র ক্ষেপে উঠে লোকটির পা ধরে তাকে এমন ভাবে খাঁচার সঙ্গে সেটে ধরেন যে তাঁর নড়াচড়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। বাকিরাও এমন কান্ড দেখে এগিয়ে যাওয়ার সাহস পায় না।

শেষমেষ চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীরা এসে লোকটিকে উদ্ধার করেন। এমন ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেট জনতার। এমনকি এই ভিডিওটির কমেন্ট বক্সে বন্য প্রাণীদের সঙ্গে দুরত্ব রাখার আবেদন জানানো হয়েছে ।