Home বিনোদন বাংলা ছবি করেই আজ বলিউডে দা’পি’য়ে বে’ড়া’চ্ছে’ন এই সুন্দরী নায়িকারা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা ছবি করেই আজ বলিউডে দা’পি’য়ে বে’ড়া’চ্ছে’ন এই সুন্দরী নায়িকারা

বাংলা থেকে মুম্বাইতে গিয়ে রাজ করেছেন বহু বাঙালি অভিনেতা অভিনেত্রীরা। বাংলা থেকেই শুরু করেছেন ক্যারিয়ার অথচ মুম্বাইতে গিয়ে তারাই হয়ে উঠেছেন ফার্স্ট ক্লাস অভিনেতা অভিনেত্রী। তেমনই কিছু অভিনেত্রী রয়েছেন যারা তাদের শুরু করেছিলেন বাংলা ছবির হাত ধরেই আর এখনো পর্যন্ত বলিউডে টপ হিরোইনের তালিকায় তাদের নাম রয়েছে। প্রথমেই এই তালিকায় রয়েছে শর্মিলা ঠাকুরের নাম।

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর শর্মিলা ঠাকুর তিনি বলিউডের এভারগ্রিন অভিনেত্রী। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি বাংলা সিনেমার সঙ্গে সঙ্গে হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন। বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে তার জুটি আজও ভোলার নয়। বাংলা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার সিনেমার প্রথম অপর্ণার চরিত্রে অভিনয় করেন শর্মিলা আর সেখান থেকেই তিনি পরিচিতি পেয়েছিলেন।

এরপরেই আসি রাখি বিশ্বাসের কথায়। যিনি পরে হয়ে উঠেছিলেন রাখি গুলজার। দিলীপ নাগ পরিচালিত বধূবরণ সিনেমাতে প্রথম হাতে খড়ি হয়েছিল রাখির। একসময় তিনি জনপ্রিয় বাংলা অভিনেত্রী সন্ধ্যা রায়ের সহকারী হিসেবে কাজ করতেন। এর পরেই তালিকায় রয়েছে রানী মুখার্জি নাম। কৃষ্ণা এবং সৌম মুখার্জির মেয়ে রানী। রানী প্রথম ছবি কিন্তু বাংলা।

আরো খবর: কবে বি’য়ে’র পিঁড়িতে বসবেন প্রভাস-কৃতি? মুখ খুললেন নায়িকা

আসলে তিনি বাঙালি হলেও প্রবাসী। তার মাসি দেবশ্রী রায় বাংলা সিনেমার এক সফল অভিনেত্রী। রানী বলিউডে শাহরুখ সালমান আমির খানের সঙ্গে কাজ করেছেন যারা বলিউডের সুপারস্টার। টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে বিয়ের ফুল ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।

বলিউডের আরেক স্বনামধন্য অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বাঙালি না হলেও বাংলা ছবি দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। বাংলা সিনেমা ভালো থেকো সেখান থেকেই অভিনয়ের শুরুয়াত হয় বিদ্যার। বলিউডের নতুন প্রজন্মের এক হ’ট আইকন রাধিকা আপ্তে।

নিজের অসাধারণ অভিনয় দিয়ে তিনি খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছেন। হিন্দি সিনেমার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজে তাকে দেখা যাচ্ছে। তবে ক্যারিয়ারের শুরুতে বাংলা সিনেমা থেকেই তার উত্থান ঘটেছিল সেই দুটি সিনেমা ছিল অন্তহীন এবং রূপকথা নয়।