সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ কৌশিকী অমাবস্যা, করুন মা তারার আ’রা’ধ’না

আজ তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আজ কৌশিকী অমাবস্যা। সারাবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। এই দিনে মায়ের কাছে নিজের মনের কথা জানিয়ে পুজো দেন বহু মানুষ। তবে করোনা পরিস্থিতির জন্য অন্য বছরের তুলনায় এই বছর মানুষের সমাগম অনেকটাই কম তারাপীঠে।

কৌশিকী অমাবস্যার দিন মঙ্গল আরতির পর পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি এবং ক্ষীর দেওয়া হয় মা তারাকে। একে বলা হয় শীতল ভোগ। এই দিন মায়ের শিলা মুর্তিকে স্নান করানোর পর পড়ানো হয় রাজবেশ। এই দিন সাধক বামাক্ষ্যাপা তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন বলে মনে করা হয়। সাধক বামাক্ষ্যাপা সঙ্গে তারাপীঠ এবং মাতার ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে তা আমরা সকলেই জানি। এদিকে দেবীর পরিত্যক্ত কালো কোশিকা থেকে তখন কৃষ্ণবর্ণ এবং অপূর্ব সুন্দরী দেবীর জন্ম হয়। তিনিই দেবী কৌশিকী, যিনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। শোনা যায় এই অমাবস্যা তিথিতেই তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।

মনে করা হয়, এইদিন মা তারার কাছে পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে কুম্ভ স্নানের মত ফল পাওয়া যায়, এই বিশ্বাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন মানুষ। আজ পুণ্যার্থীদের আনাগোনা থাকলেও তারাপীঠে প্রবেশ পথ বন্ধ রাখা হচ্ছে। ভক্তদের জন্য অনলাইনে পুজোর ব্যবস্থা করা হয়েছে বলে জানতে পারা গেছে। মাকে দেখতে গেলে আপনাকে চোখ রাখতে হবে ভিডিওতে, যেখানে বিশাল বড় স্কিনে আপনাকে দেখানো হবে মা তারার আরতি।