সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দে’খে নেওয়ার হু’ম’কি! ত্রিপুরার একমাত্র টিএমসি নেতার বিধায়ক প’দ খা’রি’জ করে দিলেন স্পিকার

বিজেপিতে থাকার প্রায়শ্চিত্ত স্বরূপ কালিঘাটে এসে যজ্ঞ করে মাথা ন্যাড়া করে গিয়েছিলেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। এরপর তিনি তৃণমূলে যোগদান করেন। তবে দল বদল করলেও অবশ্য তিনি নিজের বিধায়ক পদ ছাড়েননি। তিনি পদত্যাগ না করলেও ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী তার বিধায়ক পদ খারিজ করে দেন।

স্পিকার এমন সিদ্ধান্তে কার্যত মনোক্ষুন্ন আশিস দাস। তিনি এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। প্রাক্তন বিজেপির বিধায়ক স্পিকার রতন চক্রবর্তীকে তিনি আক্রমণ করে বলেন বিধানসভার অধ্যক্ষ থাকার যোগ্য নন তিনি। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন।

বাংলাতে একুশের নির্বাচনে তৃণমূলে জয়লাভ করার পরে আশিস দাসের বিজেপির প্রতি মোহ ভঙ্গ হয়। এরপরই তিনি তৃণমূলে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। তিনি কলকাতাতে এসে রীতিমতো যজ্ঞ করে নিজের মাথা ন্যাড়া করেন। এরপর দলের পতাকা তার হাতে তুলে নিয়ে তাকে দলে আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরা বিধানসভার স্পিকার যুক্তি দেখিয়েছেন আশিস দাস বিধায়ক থাকার যোগ্য নন। এদিকে বিধায়ক সরাসরি স্পিকারকে পাল্টা কটাক্ষ করে বলেন তিনিও বিধানসভার স্পিকার থাকার যোগ্য নন। তার দাবি স্পিকার জলের মতো জামা বদলান। তিনি এর শেষ দেখে ছাড়ার হুমকি দিয়েছেন।