সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর মহাশিবরাত্রিতেই নিজের সব ইচ্ছেপূরণ হ’য়ে যা’বে! শুভক্ষণ জেনে নিন

অনেকেই এই শিবরাত্রি পালন করেন মনের ইচ্ছা পূরণ করার জন্য। প্রত্যেক বছর এই দিনে ভগবান শিবের মাথায় জল ঢেলে ভক্তরা বিশেষ করে মহিলারা নিজেদের মনস্কামনা চেয়ে থাকেন। বলা হয় যে এই দিন বিয়ে হয়েছিল শিব এবং পার্বতী, সেই কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শিবের পুজো করলে তা শুভ বলে মনে করা হয়।

এই প্রতিবেদনে আমরা কিছু টিপস বলব যে টিপসগুলি মেনে চললে আপনার জীবনে আসবে সাফল্য। চলতি বছরে শিবরাত্রি পড়েছে ১৮ই ফেব্রুয়ারি শনিবার। পূজা হবে ১৯শে ফেব্রুয়ারী, সকাল ১২টা ১৬ মিনিট থেকে একটা ৬ মিনিট এবং নিশীথ পূজার সময় থাকবে মাত্র ৫০ মিনিটে।

মহা শিবরাত্রি শুভর মুহূর্ত হলো ১৯শে ফেব্রুয়ারি রবিবার সকাল ৬:৫৭ মিনিট শুরু হবে এবং রাত ৩:৩৩ মিনিট পর্যন্ত থাকবে। শিবরাত্রির প্রথম প্রহরে শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত ৯:৩৫ মিনিটে।

আরো খবর: শ্রীলেখার সারাদিনের রুটিন সোশ্যাল মিডিয়ায়, ঘুম ভা’ঙা’র পর কি কি করেন অভিনেত্রী?

দ্বিতীয় প্রহরে পুজোর শুরু হবে রাত ৯:৪৫ মিনিটে তৃতীয় প্রহরের পুজো হবে রবিবার অর্থাৎ ১৯ শে ফেব্রুয়ারি সকাল ১২:৩৯ মিনিট থেকে ৩:৪৩ মিনিট পর্যন্ত। শিবরাএি পালন তাহলে আর্থিক সংকট অনেকাংশে দূর হয়, এছাড়াও আর্থিক দিক থেকে অনেক বেশি উন্নতি করা যায়। শিবকে ডালিম ফুল নিবেদন করলে আর্থিক সংকট অনেকাংশে কেটে যায়।

শিবের যদি বিশেষ কৃপা পেতে হয় তাহলে ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন এবং শিবের মাথায় জল ঢালুন শিবরাত্রি দিন কোন অভাব এবং দরিদ্র ব্যক্তিদের আপনার ক্ষমতা অনুযায়ী কিছু দান করুন। যদি আর্থিক সংকট কাটাতে হয় এবং সম্পদ বাড়াতে হয় তাহলে শিবরাত্রিতে ভগবান শিবের মাথায় তিনবার জল দিন।

শিবরাত্রির দিন আর্থিক সংকট কাটাতে শিবের মাথায় আখের রস নিবেদন করুন। স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় তাহলে শিবরাত্রিতে মধু এবং দুধ মিশিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান। মনস্কামনা যদি পূর্ণ করতে হয় তাহলে শিবরাত্রির দিন সাদা ফুল দিয়ে ভগবান শিবকে পুজো করুন।