সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বাড়িতে বসেই অকৃষি জমির খাজনা দি’তে পারবেন আপনি, রাজ্যবাসীকে উ’প’হা’র সরকারের

এবার থেকে অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। স্মার্ট ফোন ব্যবহার করেই অকৃষি জমির খাজনা মেটাতে পারবেন সকলে। এতে রাজ্য সরকারের আর্থিক কাঠামো মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। আবার সাধারণ মানুষ উপকার পাবেন।

নতুন বছরে রাজ্যবাসীকে এই উপহার দিতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য ‘বাংলার ভূমি’ পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে সিটিজেন সার্ভিস অপশনে লগইন করতে হবে। তারপর সেখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। এই ফর্মে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিতে হবে।

তারপর জমির দাগ, মৌজা ও খতিয়ান নম্বর দিয়ে খাজনা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এরপর সেখানে অতি সহজে খাজনা মেটাতে পারবেন। আবার জমা দেওয়ার রশিদ পেয়ে যাবেন। আগামী বছর থেকেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন জেলার একাধিক ব্লক ভূমি এবং ভূমি সংস্কার অফিসে এই ব্যবস্থা চালু হয়েছে। সর্বসাধারনের জন্য এই ব্যবস্থা চালু করার জন্য আপাতত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। জেলায় জেলায় যে সমস্ত মাস্টার ট্রেনার রয়েছে তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।