সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার রাস্তায় নামতে হবে, বকেয়া DA আ’দা’য় করতেই হবে, সরকারি কর্মীরা এবার হুঁ’শি’য়া’রি দিলো রাজ্যকে

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘোভাতা দিচ্ছেন না রাজ্য সরকার এই নিয়ে আজ বহুদিন ধরেই আন্দোলন চলে আসছে। তাঁরা আন্দোলনে কাজ হয়নি হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সেই মামলা অনুযায়ী কোর্ট থেকে বলা হয় গত ২০ মে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। মোট ৩১ শতাংশ হারে ডিএ দিতেই হবে সরকারকে। কিন্তু কোর্টের সেই নির্দেশ মানা হয়নি।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই রায় পুর্বিবেচনা করতে বলা হয়ে থাকলেও তাদের আর্জি খারিজ করেন কোর্ট। এর পর রাজ্য সরকারের আইনজীবী কোর্টে জানান যে সব বকেয়া মেটানো হয়ে গেছে যা চূড়ান্ত মিথ্যাচারিতা করা হয়েছে। আর তাঁরা যে মিঠা কথা বলছে সরকারী কর্মচারিদের কমিটি থেকে সব তথ্য তাঁরা কোর্টে পেশ করেছেন।

তাই সরকারের এরকম ব্যাবহারের উত্তরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সভাপতি জানান, ‘গত ২০ মে আদালত রায় দেওয়ার পরও আমরা রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে বিনীত ভাবে বলেছিলাম, আমরা সব রকম ভাবে সহযোগিতা করতে রাজি, আপনারা ডিএ-র রায় কার্যকর করুন। কিন্তু দুর্ভাগ্য, রাজ্য সরকার কর্মীদের সহযোগিতার মনোভাব বোঝে না। তাই এর পর থেকে আমরা রাজ্য সরকারের সঙ্গে সার্বিক বিরোধিতার নীতিতে যাচ্ছি।

সরকারের সঙ্গে কোনও রকম সহযোগিতা করব না।’ শুধু তাই নয় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সভাপতি শ্যামল বাবু এও বলেন যে, ‘এবার আর শুধু আইনি লড়াই নয়। এর পর রাস্তায় নামব আমরা। সরকারের কাছ থেকে বকেয়া আদায় করেই তবে ছাড়ব।’

প্রসঙ্গত উল্লেখ্য, এই রাজ্যের সরকারের নানা রকম দুর্নীতির অভিযোগে একেই শোচনীয় অবস্থা তাঁর মধ্যে এরকম রাজ্য সরকারী কর্মীদের সাথে বিরোধিতা করতে গিয়ে শাসক দল নিজের বিপদ নিজেই ডেকে আনছেন বলে অনেকে মনে করছেন।