Home রাজ্য এবার দুয়ারে সরকারেও থা’ক’বে “অভিযোগ বক্স”, জা’না’তে পারবেন সুবিধা-অসুবিধার কথা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার দুয়ারে সরকারেও থা’ক’বে “অভিযোগ বক্স”, জা’না’তে পারবেন সুবিধা-অসুবিধার কথা

আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। তবে এটা ষষ্ঠ বার শেষ পর্যায়ের দুয়ারে সরকার হতে চলেছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ওই ক্যাম্প থেকে ৩২ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী! এই প্রথমবার ক্যাম্পে আসছে এক নতুন সুবিধা! থাকবে অভিযোগ বক্স! অর্থাৎ কাউকে ফেরানো যাবে না এই শিবির থেকে! ৩২ টি প্রকল্পের কোন না কোন সুবিধা পেতে পারবেন উপভোক্তারা। প্রকল্পের সুবিধা পেতে যে যে যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলি থাকলেই পাওয়া যাবে রাজ্য সরকারের যে কোন প্রকল্পের সুবিধা।

কোন ব্যক্তি যদি পরিষেবা পাওয়ার যোগ্য হন তাকে প্রকল্প থেকে ফেরানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার শিবিরের মোট ৩২ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধা শ্রী, বাংলা কৃষি সেচ যোজনা বিধবা ভাতা।

২০২১ সালের প্রথম থেকে যে পাঁচটি দুয়ারে সরকার শিবির হয়েছে তাতে এই চারটি প্রকল্পের সুবিধা পাওয়া যেত না। গোটা রাজ্যে দুয়ারে সরকার বুথে বুথে ছাড়াও প্রধান সহযোগী এবং মোবাইল ক্যাম্প থাকবে। শনিবার থেকে দুয়ারে সরকার শিবিরের মধ্যে রাজ্যের ২৩ টি জেলায় ভার্চুয়াল ট্যাবলো ঘুরবে।

আরো খবর: এপ্রিল থেকে স্বল্প স’ঞ্চ’য়ে সুদের হা’রে বড়ো পরিবর্তন, নতুন অ’র্থ’ব’র্ষে নতুন খবর শোনালো কেন্দ্র

এই ট্যাবলতে রাজ্যের ১২ বছরের সব ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে তাও আবার ৪০ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর নামকরণ করা হয়েছে উন্নয়নের পথে এগারো বছর। দুয়ারে সরকারের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রচার করছেন ফোনের মাধ্যমে।

আইভিআরএস বা ইন্টারএক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম পদ্ধতিতে বাংলার ৪ কোটি মানুষের কাছে মুখ্যমন্ত্রীর এই শব্দ পৌঁছে যাবে। বুধবার বিকেল থেকে তিনি ফোন করছেন। মুখ্যমন্ত্রীর ফোন বার্তা নমস্কার আমি মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে রমজান মাস এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। দুয়ারে সরকার শুরু হতে চলেছে এপ্রিল মাসের প্রথম থেকে আপনারা সবাই ভাল থাকবেন।