সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অনুব্রতর মেয়ে সুকন্যা CBI-এর ন’জ’রে, আ’রো বি’পা’কে তৃণমূল নেতা

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল কে কিছুদিন আগেই গরুপাচার মামলায় ডেকে পাঠানো হয়েছিল। তার পরেই নিজের সম্পত্তির হিসাব CBI কে দিয়েছেন তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দেওয়া সেই হিসাব খতিয়ে দেখার পরেই উঠে এসেছে অনুব্রত-কন্যার নাম।

যদিও এই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি যে, অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, বা হলেও কবে হবে।গরুপাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদের পর তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তির হিসাব চেয়েছিলেন তদন্তকারীরা।

সিবিআই অনুব্রতের দেওয়া সম্পত্তির হিসাব ঘেঁটে জানতে পেরেছেন, তাঁর মেয়ে সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছিল। তার মধ্যে ২০১৪ সালে বেশ কিছু সম্পত্তি কেনা হয়। এছাড়াও খবর, সম্পত্তির হিসাব সংক্রান্ত যে সব নথি দেওয়ার বাইরেও প্রচুর সম্পত্তি রয়েছে তার।

আরো পড়ুন: ছাড়বার পাত্রী নন! শাশুড়ির থেকে বৌমা ষষ্ঠী আ’দা’য় করে নিলেন তৃনা, ভাইরাল অভিনেত্রীর ছবি

প্রসঙ্গত, সিবিআই অনুব্রতকে তলব করার পাশাপাশি তাঁর চার দেহরক্ষীকেও গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করছে। তাঁদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা সেহগান হোসেন।

সূত্রের খবর, গরু পাচারের টাকার লেনদেন সংক্রান্ত কারবারে অনুব্রতের চার দেহরক্ষী ছাড়াও আরও বেশ কয়েক জন জড়িয়ে আছেন।

বীরভূমের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার, সিউড়ি থানার এক পুলিশ আধিকারিক এবং বীরভূমের এক পাথর ব্যবসায়ী তাঁদের মধ্যে রয়েছেন।