সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাওমি-র এই ফোন গুলোতে ভোডাফোন-আইডিয়ার 5G চলবে, রইলো তা’লি’কা

দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৫ জি পরিষেবা, আর সেই কারণেই সমস্ত টেলিকম সংস্থা বিভিন্ন আগাম পরিকল্পনা করছে। দেশে সবার প্রথমে ৫ জি পরিষেবা নিয়ে এসেছে এয়ারটেল। এখন বাকি সংস্থাও খুব দ্রুত ৫ জি আনার পরিকল্পনা চালাচ্ছে। তবে এই দৌড়ে অনেকটাই পিছিয়ে ভোডাফোন আইডিয়া।

এখনও পর্যন্ত কোনো শহরেই শুরু হয় নি ভোডাফোন আইডিয়া ৫ জি পরিষেবা। তাই তাদের লক্ষ লক্ষ দর্শক অনেকটাই হতাশ। তবে তারা দৌড়ে পিছিয়ে থাকলেও তারা ঘোষণা করে দিয়েছে যে, কোন কোন স্মার্ট ফোনে তাদের এই ৫ জি পরিষেবা চলবে। তবে শাওমি ও রেড মির কয়েকটি ফোনেই চলবে এই পরিষেবা।

সংস্থার তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই কয়েকটি ফোনে আপাতত ভোডাফোন আইডিয়ার ৫ জি পরিষেবা চলবে।

আরো খবর: বিশ্বের বিভিন্ন প্রা’ন্তে ভূমিকম্প হতে পারে তীব্র! কোন প্রাণী সবার আ’গে বু’ঝ’তে পারে? জানুন বিশদে

রেডমি নোট 11T 5G

শাওমি 11 লাইট এনই 5G

রেডমি নোট 11 প্রো 5G

এমআই 11এক্স

এমআই10

এমআই 10T প্রো

এমআই 10i

রেডমি K50i

রেডমি নোট 12 প্রো+ 5G

রেডমি নোট 12 5G

শাওমি 12 প্রো

এমআই 11 আল্ট্রা

আমআই 11এক্স প্রো

এখন প্রশ্ন হল ভোডাফোন আইডিয়া কবে তাদের ৫ জি পরিষেবা চালু করবে? কারণ এয়ারটেল ও জিও তাদের ৫ জি পরিষেবা শতাধিক শহরে শুরু করে দিয়েছে। যার কারণেই ভি আই এর গ্রাহকেরা অনেকটাই হতাশ। এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও , খুব শীঘ্রই নাকি এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে তারা।