সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এগুলোই বিশ্বের সবথেকে বি’ষা’ক্ত ও বি’প’জ্জ’ন’ক মাকড়সা, এদের শি’কা’রে’র তালিকায় সাপও

পৃথিবীতে ৫০ হাজার প্রজাতির মাকড়সা রয়েছে যাদের সম্পূর্ণ তথ্য পেতে সময় লেগেছে ২৬৫ বছর। এই মাকড়সাগুলি প্রতি বছর প্রায় ৪০ থেকে ৮০ টন পোকা খায়। তবে এর মধ্যে কিছু প্রজাতির পোকা রয়েছে যা খুবই বিপদজনক এবং বিষাক্ত। এদের বিষ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।

কিছু কিছু মাকড়সা এমনও রয়েছে যারা নিজেদের আকারের থেকে ১০০ গুন বড় হয় এবং বিষাক্ত সাপকে খেয়ে ফেলতে পারে যা সত্যি আশ্চর্যজনক। পৃথিবীর যত মাকড়সা রয়েছে তার মধ্যে ৪৩ হাজার প্রজাতির মাকড়সা ভীষণ বিষাক্ত কিন্তু এগুলির মধ্যে ২৫ টি প্রজাতি এমন রয়েছে যা মানুষের জন্য বিপদজনক।

আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পয়জন কন্ট্রোল সেন্টারের মতে, ২০২১ সালে আমেরিকায় মাকড়সার কামড়ে শুধুমাত্র একজনের মৃত্যু হয়েছে।। অস্ট্রেলিয়ায় কোন মাকড়সার আক্রমণের খবরও শুনতে পাওয়া যায়নি যেখানে সব থেকে বেশি বিষাক্ত মাকড়সা বাস করে।

বিষের বিষাক্ত মাকড়সা হল ফানেল ওয়েবসাইডার যা ৫ মিনিটে যে কোনো শিশুকে মেরে ফেলতে পারে। দ্বিতীয় সব থেকে বিপজ্জনক মাকড়শা হল ব্যানানা স্পাইডার যেটি ব্রাজিলে পাওয়া যায়। এই বিষ সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে এবং ধীরে ধীরে কাজ শুরু করে দেয় তাই চিকিৎসার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

আমেরিকায় যে মাকড়সা পাওয়া যায় তার নাম ব্রাউন বেক্লুজ স্পাইডার যার কামড়ে ভয়ানক ব্যথা হয় সারা শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কখনো কখনো এর কামড়ে সৃষ্টি হওয়া ঘা শারীরিক সমস্যা তৈরি করতে পারে যা সারতে একমাস লেগে যায় কিন্তু কামড়ে মৃত্যু হয় না।

সবথেকে বিপদজনক মাকড়সা হল ব্ল্যাক উইডো মাকড়সা যে মাকড়সা সাপ পর্যন্ত খেয়ে নিতে পারে। ট্যারান্টুলা মাকড়সার ১০ শতাংশ সাপ মেরে খায়। এরা একটি বড় আকারের শক্ত জাল তৈরি করে যেখানে আটকে গেলে বড় প্রাণীরাও বের হতে পারে না।

ব্ল্যাক উইডো মাকড়সা তাদের আকার এবং ওজনের থেকে ৩০ গুন বড় সাপকে মেরে ফেলতে পারে। কাবওয়েব স্পাইডার এমন একটি বিষাক্ত মাকড়সা যার কামড়ে কয়েক ঘণ্টার মধ্যে যেকোনো সাপ মরে যেতে পারে।

মাকড়সা একবার যদি কোন সাপ মেরে ফেলে তাহলে অনেক দিন ধরে সেটিকে খেতে থাকে। ট্যারেন্টুলা মাকড়সা সাধারণত সাপ শিকার করে থাকে। অস্ট্রেলিয়ান রেডব্যাক স্পাইডার সাপ এবং টিকটিকি মেরে ফেলতে ভীষণ পারদর্শী।