সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ২ রাশির উপর সূর্যের আশীর্বাদ রয়েছে, এদের ভা’গ্য অন্যদের থেকে একদম আ’লা’দা হ’য়ে থাকে!

জ্যোতিষ শাস্ত্রে, মকর সংক্রান্তির রয়েছে বিশেষ গুরুত্ব। এই দিন সূর্যের উত্তরায়ন শুরু হয়। বছরের বিভিন্ন সময় সূর্য পুজো করা হলেও মকর সংক্রান্তি রয়েছে। এই দিনেই শেষ হয় মলমাস। এই দিনে সূর্যের আরাধনা করলে বিশেষ ফল প্রাপ্তি হয় বলে বিশ্বাস। একমাত্র প্রত্যক্ষ দেবতা সূর্য।

তার আরাধনা করলে এদিন খন্ডন হয় নানান পিতৃ দোষ। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন। এই দিনের সূর্য পূজা করলে নবগ্রহ সন্তুষ্ট হন। এছাড়া যে কোন বাধা কেটে যেতে পারে। বৈদিক জ্যোতিষে যে ১২ রাশির উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সূর্যের সবচেয়ে প্রিয় রাশি হল সিংহ। মেষ রাশিতেও সূর্য উচ্চ অবস্থানে থাকে।

এই দুই রাশির উপর সবসময় সূর্যের আশীর্বাদ থাকে। মেষ এবং সিংহ রাশির জাতকদেরকে ক্যারিয়ার ও চাকরির ক্ষেত্রে সূর্য বিশেষ সাফল্য দান করেন। বিশেষ করে চাকরির ক্ষেত্রে কোন সমস্যার মুখে পড়তে হয় না এই দুই রাশির জাতকদের। উচ্চপদে আসীন হয়ে থাকেন তারা। সেই সঙ্গে রাজনীতিতেও সুনাম অর্জন করতে পারেন।

আরো খবর: আজ ২৭৩ টি ট্রেন বাতিল, এমন কি বা’তি’ল বহু দূরপাল্লার ট্রেন, রইলো তা’লি’কা

যেকোনো প্রতিষ্ঠিত পদ এবং সম্মানে অধিষ্ঠিত হতে পারেন তারা। এই রাশির জাতক-জাতিকারা ব্যবসাতেও বিশেষ সাফল্য ও সুনাম অর্জন করেন তারা। মকর সংক্রান্তিতে সূর্যকে মজবুত করবার জন্য কিছু কাজ করতে পারেন। প্রতি রবিবার সূর্যের পুজো এবং উপবাস করুন। লাল এবং জাফরানি রংয়ের পোশাক পড়ুন রবিবার।

গুড় তামা এবং গম খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করতে পারেন। রুবি মানিক্য ধারণ করলে সুফল পাওয়া যায়। অনেকে আবার একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন। এছাড়া এই দিন সূর্যোদয়ের আগে স্নান করা ভালো। এটি তামাল পাত্রে জল দিয়ে তাতে কুমকুম কালো তিল গুড় অক্ষত এবং লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করতে পারেন।। মনে মনে বলবেন ওম ঘৃনি সূর্যায় নমঃ।