সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভো’টে কোনো গা জো’য়া’রী চলবে না, দু-চারটে আসন হারলেও অসুবিধা নেই: অভিষেক

এখন তৃণমূলের পাখির চোখ পূর্ব মেদিনীপুরের লোকসভা আসন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এখন তৃণমূলের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে এখন জেলা নেতৃত্বকে তৈরি হওয়া নির্দেশ দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে দু-চারটে আসনে হারলেও সমস্যা নেই, কিন্তু নির্বাচনে কোনো গা জোয়াড়ি চলবে না, সাফ বার্তা দিয়েছেন অভিষেক।

সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি রাখার ক্ষেত্রে জোর দিয়েছেন। পঞ্চায়েত ভোটের চেয়েও লোকসভা নির্বাচনকে এখন অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন অভিষেক। পঞ্চায়েত ভোটে হারজিত নয়, দলীয় সংগঠনকে মজবুত করাই এখন তার লক্ষ্য। পাশাপাশি জন মানুষের দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে তিনি উদ্বুদ্ধ করছেন দলকে।

এর আগের নির্বাচনগুলিতে রাজ্য শাসক দলের বিরুদ্ধে গা জোয়াড়ি দেখানোর অভিযোগ উঠেছে বারবার। তবে এইবারের পঞ্চায়েত ভোটে পেশি শক্তির আস্ফালন নয়, বরং দলের স্বচ্ছ ভাবমূর্তি গোটা বাংলার কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন তমলুক এবং কাঁথি তৃণমূলের দখলে রয়েছে।

আরো পড়ুন: এই রাজ্যে AIDS-এর প্র’কো’প বাড়ছে হু হু করে! প্র’কা’শ্যে রি’পো’র্ট

তবে এই দুই আসনের সাংসদ অধিকারী পরিবারের দুই সদস্য শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দলের সঙ্গে যোগাযোগ রাখেন না। আসন্ন নির্বাচনে এই দুই আসনে নতুন মুখকে প্রার্থী হিসেবে দাঁড় করাবে ঘাসফুল।