সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের টা’কা ব্য’য়ে হেলিকপ্টার বা’নি’য়ে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের যুবক

ক্লাস ফাইভে পড়েন রেজাউল শেখ। সে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বগপুরের ঘোলা গ্রামের বাসিন্দা। কিন্তু তা বাধা হতে পারেনি হেলিকপ্টার বানানোর ইচ্ছেয়। মোটর গ্যারেজে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে স্বপ্নপূরণের চেষ্টা শুরু করেন তিনি।

সে পাঁচ থেকে ছয়বছরের চেষ্টায় একে একে তৈরি করেন হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশ। কিছু জিনিস গিয়েছে কলকাতা, পানাগড় থেকে। তারপর শুরু হয় বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে জুড়ে হেলিকপ্টার তৈরির আসল কাজ। চল্লিশ ফুট উঁচু ও পাঁচ আসনের হেলিকপ্টারের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ।

তবে এখনও বাকি অন্দরসজ্জা। রেজাউল জানিয়েছেন, এখনও পর্যন্ত এই হেলিকপ্টার বানাতে খরচ হয়েছে মোট ৪৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, মোট খরচ হবে ৬৫ লক্ষ টাকা। নিজের উপার্জনের টাকা খরচ করেই এই হেলিকপ্টার বানাচ্ছেন কালনার প্রত্যন্ত গ্রামের এই যুবক।

আরো পড়ুন: হায়রে! মাইনের টা’কা কোনদিনই তোলেননি, মৃ’ত্যু’র পর ব্যাংকে প’ড়ে রয়েছে ৭০ লক্ষ টা’কা

এই হেলিকপ্টার দেখে গিয়েছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও। এদিকে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে নিজের তৈরি হেলিকপ্টার উড়ানের অনুমতির আবেদন জানিয়েছেন রেজাউল। পেয়ে গেলেই বর্ধমানের আকাশে উড়বে ঘরের ছেলের আবিষ্কার।