সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুলতলীর বাঘ খেলছে জনগণের সা’থে, অ’ত’র্কি’ত হা’ম’লা’য় জখম ১ গ্রামবাসী

ঘটনাটি কুলতলী এলাকার, বাঘের ভয়ে সেখানে মানুষ একেবারে জুবুথুবু। বাঘের আতঙ্ক এতটাই যে, সেখানকার মানুষ ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছে। তবে সময়ের সাথে সাথে সেই ভয়ের পরিমাণ আরও বেড়েছে, কারণ ইতিমধ্যেই বাঘের থাবায় জখম একজন। আর তার ঠিক পর থেকেই একেবারে শোরগোল চারদিকে। ইতিমধ্যেই এই খবর শুনে বনদপ্তর খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় নাকি বাঘের ডাক শোনা গেছে, আজ রবিবার কুলতুলীর একটি জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা গেছে।

আর তার পরেই স্থানীয় সবাই লাঠি নিয়ে বের হয় বাঘ মারার উদ্দেশ্যে। তবে এর ফল হয় উল্টো, লাঠি নিয়ে আসতে দেখেই বাঘ এক স্হানীয়ের ওপর ঝাঁপিয়ে পরে বলে জানা যায়। তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়, বনমন্ত্রী এই নিয়ে সবাইকে সাহস দিয়েছে ও পাশে থাকার কথাও বলেছেন।

ইতিমধ্যেই বাঘ ধরার বিভিন্ন টোপ পাতা হয়েছে বনদপ্তরের তরফ থেকে , ছাগল দিয়ে দুটি টোপ পাতা হয়েছে, এমনকি যাতে গ্রামের মধ্যে ঢুকতে না পারে তার জন্য নদীর পারে জাল দিয়েও ঘেরাও করা হয়েছে, কিন্তু কোনোভাবেই বাঘ হাতের নাগালে আসছে না। কোথাও ড্রোন, কোথাও স্পিড বোট কিন্তু কোনো কাজই হচ্ছে না। বলা যেত পারে কুলতলীর বাঘ যেন একেবারে লুকোচুরি খেলছে গ্রামবাসীদের সাথে। কিন্তু হঠাৎ হঠাৎ দর্শন দিচ্ছে সে, কোথাও আবার শোনা যাচ্ছে গর্জনও।