সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চৈত্র মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পার ক’রে যাবে! গরমে হাঁ’স’ফাঁ’স অ’ব’স্থা হবে মানুষের

বেশ কয়েকদিন তুমুল বৃষ্টি হয়েছিল হঠাৎ করেই বৃষ্টি উধাও। আর তারপর থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে তাপমাত্রা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আগামী দিনগুলিতে গরমের দাপট আরো বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮.৫° এবং ২৮.৫° সেলসিয়াসের কাছাকাছি।

বাতাসে আদ্রতা রয়েছে ৯১% অর্থাৎ অস্বস্তিজনিত গরমে ভুগতে হবে সাধারণ মানুষকে। আকাশ ৫০ শতাংশ মেঘে ঢাকা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা। শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে গেছে।

আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে ১০ই এপ্রিল পর্যন্ত কলকাতা এবং তাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে। তবে ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে সেই তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে ৪০ ডিগ্রী সেলসিয়াস হবে।

আরো খবর: ফের অনুব্রতর মেয়ে সুকন্যাকে ডেকে পাঠালো ED! এবার কি হা’জি’রা দেবেন?

উত্তরবঙ্গের সবকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার সকালে দার্জিলিংয়ের কোন কোন জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এবছর গরমের স্পেল বেশ স্থায়ী হবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে ,নাকাল হতে হবে মানুষকে।