সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘূর্ণিঝড়ের আগেই ব’দ’লে যাবে রাজ্যের আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস?

চলতি মে মাসেই এই বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা বা মোকা তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু ১০ই মে’র আগে পর্যন্ত অর্থাৎ (শনিবার থেকে বুধবার পর্যন্ত) ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১১ই মে থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে।

পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে এবং বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে ঘুর্নিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এই ঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। আন্দামানেও সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার থেকে বৃহস্পিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৬ থেকে ৭ মে-র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরো খবর: ফের Encounter যোগীরাজ্যে, গুলিতে ঝাঁ’ঝ’রা গ্যাং’স্টা’র

৮ থেকে ৯ মে-এর মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে ।  এরপর ১০ থেকে ১২ মের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে যা ১৪ মে থেকে ১৭ মে-র মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোন স্থানে আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ অনুমান করা হয়েছে প্রতি ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার।