সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘কন্যাশ্রী’ ছাত্রী’দের বা’স্ত’ব অ’র্থ’নী’তি’র পা’ঠ দে’বে রা’জ্য স’র’কা’র

'কন্যাশ্রী' ছাত্রীদের বাস্তব অর্থনীতির পাঠ দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রীর আওতায় থাকা ছাত্রীরা নানা সুবিধা পান। এমনকি আন্তর্জাতিক আঙিনায় বাংলার কন্যাশ্রী প্রকল্প কদর পেয়েছে যথেষ্ট। এবার সেই কন্যাশ্রীদের নিয়ে তৈরি কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে ছাত্রীদের বাস্তব অর্থনীতির পাঠ দেওয়া হবে।

সূত্রে মারফত খবর, ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হবে। সেই অনুষ্ঠানে কন্যাশ্রী ক্লাবকে অন্যতম থিম হিসাবে হাজির করা হচ্ছে। সেই কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে ছাত্রীদের আয় সম্পর্কিত নানা বিষয় সম্পর্ক অবহিত করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে, ছাত্রীদের মূলত বাস্তবে রোজকার জীবনে কীভাবে অর্থনৈতিক নানা সিদ্ধান্ত নিতে হয় সেসবই শেখানো হবে । এই পাঠ আগামী দিনে তাদের জীবন চালাতে কাজে লাগতে পারে। জীবন বিমার প্রয়োজনীয়তার কথা জানানো হবে ছাত্রীদের। কীভাবে ব্যাঙ্কে রাখা টাকার সুদের হিসাব করতে হয়, কোথায় টাকা জমা রাখা উচিত, ভুয়ো সংস্থায় টাকা রাখলে টাকা খোয়া যেতে পারে এসব নিয়ে পাঠ দেওয়া হবে ।

ছাত্রীদের পাশাপাশি সতর্কও করা হবে। অন্যদিকে জীবনের চলার পথে সঞ্চয় করা কতটা যুক্তিযুক্ত সেকথাও জানানো হবে ছাত্রীদের। মূলত সঞ্চয়ের উপযোগিতা নিয়ে পাঠ দেওয়া হবে ছাত্রীদের। এনিয়ে ভিডিয়ো ক্লিপিংও তৈরি করা হয়েছে। যেখানে দৃশ্য শ্রাব্য মাধ্যমে ছাত্রীদের পাঠ দেওয়া হবে। সেই ভিডিয়ো কন্যাশ্রীর পোর্টালে আপলোডও করা হবে।