সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোমবার থেকে স্কুল খু’লে যা’চ্ছে, একাধিক নিয়’ম মা’ন’তে হবে পড়ুয়াদের

গরমের ছুটি শেষ হচ্ছে ২৬ জুন। এবার খুলতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুলের দরজা। রাজ্যের সমস্ত সরকারি স্কুল আগামী ২৭ জুন সোমবার থেকে খুলতে চলেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচণ্ড গরমে গ্রীষ্মের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে এবার লম্বা ছুটির শেষে খুলতে চলেছে স্কুল। এরই মাঝে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে।

তাই শিক্ষা দফতর স্কুল খোলার আগে পড়ুয়াদের স্বার্থে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। শিক্ষা দফতরের নির্দেশিকায় শুক্রবারের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করতে হবে স্কুলগুলিকে।

আরো পড়ুন: সামান্য টনসিল অপারেশন ক’রা’তে গিয়ে মৃ’ত্যু হ’লো প্রাক্তণ মিস ব্রাজিলের

গরমের প্রকোপ কমলেও করোনা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। এর পাশাপাশি কমবেশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকেন পক্সের প্রকোপও দেখা দিচ্ছে রাজ্যে।

তাই স্কুল কর্তৃপক্ষগুলিকে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনেই খুলছে স্কুল। স্কুল ও পড়ুয়াদের কী কী নিয়ম মেনে চলতে হবে তা শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

১। প্রতিটি স্কুলের শিক্ষক, নন টিচিং স্টাফ এবং পড়ুয়াদের প্রত্যেকের দুটি করে ভ্যাক্সিনের ডোজ নেওয়া আবশ্যিক।

২। প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ে থাকতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

৩। সামাজিক দূরত্ব মেনে চলা অতি আবশ্যিক। খেয়াল রাখতে হবে বাচ্চারা যাতে একে অপরের টিফিন খেয়ে না নেয়।

৪। স্কুল খোলার আগে স্কুলের প্রতিটি ক্লাসরুম স্যানিটাইজ করতে হবে এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

৫। ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্কুলের আশেপাশে কোথাও যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।