সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টি ক’মে’ছে উত্তরবঙ্গ জু’ড়ে! শীতের আ’মে’জ এখন থেকেই, কেমন থা’ক’বে আবহাওয়া?

চলতি বছরে বৃষ্টির প্রকোপ তেমনি দেখাই গেল না। এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে এলো বর্ষার খবর আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। অন্যদিকে উত্তরবঙ্গে যে বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে তার বেশ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারাদিন হালকা বৃষ্টি হয়ে থাকলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে পর্যটকদের এই মৌসুম খুব জমে উঠবে ভালোমতোই।

এইরকম আবহাওয়াতে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, টাইগার হিল, ঘুম, সান্দাকফু, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, পিস প্যাগোডা এই জায়গা গুলো হল দার্জিলিংয়ের সবথেকে জনপ্রিয় গন্তব্য স্থল। দার্জিলিং এর ঘুম স্টেশনটি হলো বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন।

গোর্খা সৈন্যদের স্মৃতিসৌধ করা রয়েছে ঘুমে, মে মাসের শেষ থেকে শুরু হয় দার্জিলিঙে বর্ষা, এই সময় শহরের আবহাওয়া থাকে অত্যন্ত আরামদায়ক এবং অত্যন্ত মনোরম। যদি এই সময় গ্রীস্মের তাপ থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই যেতে হবে দার্জিলিংয়ে। সারাদেশের পাহাড় প্রেমিকের কাছে দার্জিলিং এর আবহাওয়া বিশেষ নজর কাড়ে।

আরো পড়ুন: দিনে অফিসে কা’জ করেন, রাতে ক্যাব ড্রাইভার! পরিবারের পা’শে দাঁ’ড়া’নোর জন্য প’রি’শ্র’ম যুবকের

অন্যদিকে দার্জিলিং জেলার মধ্যে ডুয়ার্সের আবহাওয়া এবং পাহাড়ি ঠান্ডা দুটোরই আমেজ পাওয়া যায়। দার্জিলিংয়ের আঁকাবাঁকা পাহাড়ীপথ, টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘার শুভ্র তুষার মুকুট, পাহাড়ের গায়ে গায়ে চা পাতার চাষ, চারিদিকে পাহাড়ের গায়ে অলংকার এর মত ছড়িয়ে থাকা কমলালেবু, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দার্জিলিংয়ের রূপ যেন মুগ্ধময়।