সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০০ কোটি টা’কা আ’র্থি’ক প্র’তা’র’ণা’য় করেছিলেন সাহায্য, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্রে’ফ’তা’র

সম্প্রতি দিল্লি পুলিশ আর্থিক তছরুপের মামলায় ডেকে পাঠিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে সুরেশ চন্দ্র শেখরের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা অভিনেত্রীর ফোন রেকর্ড খতিয়ে দেখে বুঝতে পারেন, সুরেশ তিহার জেল থেকে জ্যাকলিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেছেন। অভিনেত্রীকে মাঝে মাঝেই একাধিক উপহার পাঠাতেন তিনি। উপহারের মধ্যে রয়েছে দামি দামি চকলেট, ফুল আরো অনেক কিছু।

যদিও নায়িকার দাবি অনুযায়ী তিনি সুরেশের আসল পরিচয় জানতেন না। সুরেশ নাকি পরিচয় লুকিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। এবার একই অভিযোগে গ্রেফতার করা হল অভিনেত্রী লীলা মারিয়া পালকে। জেলবন্দি ধনকুবের সুরেশ চন্দ্র শেখরকে ২০০ কোটি টাকা প্রতারণার কাজে সাহায্য করার অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেত্রীকে।

লীনা বলিউড এবং দক্ষিণ ভারতীয় ছবির অভিনেত্রী। মাদ্রাজ ক্যাফে’ সিনেমার হাত ধরে সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে কানাড়া ব্যাংকের আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছিল সুরেশ এবং লীনাকে। বিনিয়োগের দশগুণ ফেরত দেওয়া হবে বলে সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন তারা।

দিল্লি পুলিশের দাবি অনুযায়ী, এক প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে সরকারি আধিকারিক সেজে প্রতারণা করতে গিয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হতে হয়েছিল সুরেশকে। তারপর থেকে তিহার জেলে দিন কাটছিল তার। জেলে বসেই লীনার মাধ্যমে নিজের যাবতীয় কাজ করতেন সুরেশ।