সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’কে’য়া মামলার সংখ্যা ২ লক্ষের বে’শি! বিচারপতির অভাবে খা’রা’প অ’ব’স্থা আদালতের

বিচারপতির অভাবে ধুঁকছে কলকাতা হাইকোর্ট। বর্তমানে কলকাতা হাইকোর্টে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং পড়ে রয়েছে। তবে বিচারের অভাবে তার কোনো সুরাহা হচ্ছে না।

হাইকোর্টে বিচারপতির অভাবে সঠিক বিচার পাচ্ছেন না সাধারণ মানুষ। অন্যদিকে এত এত কেস সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাকি বিচারপতিরা।

আদালত সূত্রে খবর বর্তমানে কলকাতা হাইকোর্টে প্রায় ২,৩৪,৫৩৯ মামলা ঝুলে রয়েছে। নিত্যদিন প্রায় হাজারখানেক নতুন কেস দায়ের হচ্ছে। যার ফলে সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে।

আরো পড়ুন: মাত্র একদিনের পেট্রোল আ’ছে দেশে! জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে 72 জন বিচারপতি রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এত কম বিচারপতি এই সমস্ত পেন্ডিং কেস সামলাতে পারছেন না।

বর্তমানে মামলার চাপ সামলানোর জন্য কেন্দ্রীয় আইন এবং ন্যায় মন্ত্রক শনিবারই আরও তিন জন অতিরিক্ত বিচারপতির নিয়োগের কথা ঘোষণা করেছে।

এর ফলে বর্তমানে অতিরিক্ত বিচারপতির সংখ্যা দাঁড়ালো 42। যা প্রয়োজনের প্রায় 41.66 শতাংশ। এখনো যদি আরো 30 জন বিচারপতি নিয়োগ করা যায় তবেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারক এবং বিচারপতিদের সংখ্যা পূরণ করা সম্ভব না হলে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। সাব ডিভিশন থেকে শুরু করে জেলা আদালত সবই বর্তমানে সঙ্কটের মুখে পড়েছে।