সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছর শুরু হচ্ছেই শুভ যোগে, ১ জানুয়ারি কেন বি’শে’ষ গুরুত্বপূর্ণ? রইলো ত’থ্য

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে আগামী বছরের হাল হকিকত নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর আলোচনা। জ্যোতিষ মতে আগামী বছরের কি কি গুরুত্ব রয়েছে তা কি জানেন! আগামী বছর প্রথম দিন শুরু হবে রবিবার। রবিবার মানেই দিনটির অধিপতি হলেন সূর্য।

সেদিন অশ্বিনী নক্ষত্রের দিন। মকর রাশিতে একসঙ্গে অবস্থান করবে বুথ শুক্র এবং শনি। এর ফলে সৃষ্টি হবে ত্রিগ্রহি যোগ। তৈরি হবে সর্বার্থসিদ্ধি যোগ। আগামী বছর মোট ১৬২ টি সর্বার্থসিদ্ধি যোগ তৈরি হবে। ১৪৩ টি রবি ও ৩৩টি অমৃত সিদ্ধি যোগ রয়েছে।

আরো খবর: ইচ্ছে করেই নিজের শরীরে ক’রো’না ঢু’কি’য়ে’ছেন চীনের এই গায়িকা! জানুন কারণ

বছরের বারটি মাসের মধ্যে জানুয়ারি মাসে গঠিত হবে সবচেয়ে বেশি শুভ যোগ। মার্চ এপ্রিল ও জুলাই মাসে ১৪ টি করে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। জানুয়ারি মাসে ১৬ টি অমৃত ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। ১৪ খানা পৌষ যোগ তৈরি হয়েছে এপ্রিল ও জুন মাসে।

এবার আসি এই যোগগুলি কেমন ফল দান করবে সেই বিষয়। ত্রিগ্রহি এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকায় আগামী বছর সবদিক থেকেই আনন্দ এবং সাফল্য নিয়ে আসবে। সামনের বছর যেকোনো কাজে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করবেন সাধারণ মানুষ। যেহেতু সূর্যের দিনই শুরু হচ্ছে বছর তাই সূর্যের আলোয় ঝলমল করে উঠবে মানুষের জীবন।

বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থানে উঠে আসবে পৃথিবী। ফেব্রুয়ারি মাসের শনি ও বৃহস্পতি নিজেদের রাশিতে অবস্থান করবেন। মীন রাশির কারক গ্রহ বৃহস্পতি। তাই মেইন ও মকর রাশির জাতকদের আগামী বছর সৌভাগ্যের দ্বার খুলে যাবে। কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করবে পৃথিবী।

মহাকাশ গবেষণায় বিশেষ সাফল্য লাভ করতে পারে পৃথিবী। বিশেষত মীন ও মকর রাশির জাতক জাতিকারা যে কাজেই যাবেন সেখানেই সাফল্য লাভ করবেন। সবমিলিয়ে শুভ হতে চলেছে আগামী বছর