সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জয় হিন্দ বাহিনীর “লোগো” মুখ্যমন্ত্রী নিজেই তৈ’রি করবেন

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বাহিনী গড়ে তোলার ঘোষণা করেছিলেন আগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই বাহিনীর লোগো তৈরি করার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবান্ন এবার জয় হিন্দ বাহিনীর লোগো তৈরি করতে চলেছে।

সোমবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জয় হিন্দ বাহিনীকে আপাতত চারটি জোনে ভাগ করবে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন শিলিগুড়ি, জঙ্গলমহল, কলকাতা এবং ব্যারাকপুর জোনে ভাগ করা হবে জয় হিন্দ বাহিনীকে। রাজ্যের সব জেলার ছেলেমেয়েদের এই জোনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা যে পোশাক ব্যবহার করতেন তেমন পোশাক ব্যবহার করা হবে জয় হিন্দ বাহিনীতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম এবং স্লোগান আগামী প্রজন্ম মনে রাখবে। সেই কারণেই জয় হিন্দ বাহিনী গঠন করা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পড়ুয়াদের মানসিক এবং শারীরিক গঠন উন্নত করে তোলার লক্ষ্যে জয় হিন্দ বাহিনী গঠন করছে নবান্ন। গত 23 শে জানুয়ারি রেড রোডের অনুষ্ঠান থেকে জয় হিন্দ বাহিনী গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর। বিভিন্ন স্কুলে এই বাহিনী গঠন করার কথা তিনি বলেছিলেন। নেতাজির নামে রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।