সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঙালিদের পক্ষে বি’রা’ট সুখবর এক ধা’ক্কা’য় কমলো ৩০০ থেকে ৪০০ টা’কা

বাঙালিদের জন্য অত্যন্ত সুখবর। এমন অসময়ে যদি বাঙালির পাতে পড়ে ইলিশ, তাহলে তো কথাই নেই। জিভে জল বাঙালির কারণ ইলিশ ভালোবাসো না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে রুপোলী ফসলের। যদিও এবছর বর্ষাতে তেমন একটা পাতে পড়েনি বাঙালির, এতটাই আকাশছোঁয়া দাম ছিল তার।

তাই এবার বর্ষা কাটতেই মধ্যবিত্ত বাঙালির পাতা পড়তে চলেছে ইলিশ। এক ধাক্কায় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা কেজি প্রতি কম দরে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ, কলকাতা, মানিকতলা উল্টোডাঙ্গা কলেজস্ট্রিট গড়িয়াহাট বাজারে উপচে পড়ছে ভীড়। কেজি প্রতি ১২০০-১৩০০ টাকা করে।তাই আর বেশী দেরি না করে জলদি পৌঁছে যেতে হবে বাজারে না হলে ইলিশ পাতে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে।