সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূল কাজ ক’র’তে দিচ্ছে না, স্পিকারের কাছে না’লি’শ অধীরের

তৃণমূলের বিরুদ্ধে পুরভোটে একাধিক কেন্দ্রে ছাপ্পা এবং বুথ দখলের অভিযোগ ওঠে । কোথাও কোথাও চলে গোলাগুলিও। এহেন অবস্থায় পুনর্নির্বাচনের আবেদন করে কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা। এবার লোকসভা অবধি গড়াল রাজ্যের পুরভোটের জল।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী লোকসভার অধ্যক্ষের কাছে মমতার সরকারের বিরুদ্ধে নালিশ ঠুকলেন। জনপ্রতিনিধি হওয়ার পরও তাঁকে কোনও কাজই করতে দিচ্ছে না রাজ্য সরকার, এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখে সমস্ত ব্যাপারটি জানান অধীর।

স্পিকারকে লেখা অধীর রঞ্জন চৌধুরীর এই চিঠিতে বারবার উঠে এসেছে বাংলার ১০৮ টি পুরসভায় ভোটের কথাই। সাংসদ চিঠিতে দাবি করেছেন পুরভোটে রাজ্য জুড়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। হুমকি দেওয়া হয়েছে তাঁর দলের কর্মীদের।

তিনি আরও জানিয়েছেন, একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি মানুষের জন্য কাজ করতে গেলে বাধা দিচ্ছে সরকার। মানুষের পাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না তাঁকে। এই পুরো ব্যাপারটিতেই স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

আরো পড়ুন: এবার থেকে মি’ল’বে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরার টিকিট, জানুন বি’শ’দে

ঘটনার সূত্রপাত মূলত রবিবার। রাজ্যে পুরভোটের দিন অধীর চৌধুরী অভিযোগ জানান যে তৃণমূল হুমকি দিচ্ছে কংগ্রেসের প্রার্থী এবং পোলিং এজেন্টদের। তঁদের রিভলভার নিয়ে তাড়া অবধি করছে তৃণমূল কর্মীরা।

সেদিন প্রার্থীদের কাছ থেকে ফোনে সমস্ত বিষয়টি জানতে পারেন অধীর চৌধুরী। তারপর বিভিন্ন জায়গা থেকে নিজের গাড়িতে এজেন্টদের বুথে পৌঁছে দেন তিনি।

কংগ্রেস সাংসদ এই অভিযোগও আনেন যেবেক প্রার্থীকে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ৩০ লক্ষ টাকা দেয় তৃণমূল। যদিই শেষ অবধি প্রার্থী পদ প্রত্যাহার করেননি তিনি। স্পিকারকে পুরো ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আবেদনও জানিয়েছেন অধীর চৌধুরী।