সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধান খেয়েছে ছাগল! ৬ মাসের সন্তানকে হা’রা’তে হলো দম্পতিকে, কেস টা কি?

একবাড়ির ছাগল খেয়েছে আরেক বাড়ির ধান, আর সেই নিয়ে একেবারে যাচ্ছেতাই ঝগড়া দুই বাড়ির মধ্যে। কিন্তু ঝগড়ার পারদ এতটাই উঠেছে যে, ৬ মাসের শিশুকে বলি হয়ে একেবারে সবাইকে চুপ করাতে হল শেষ পর্যন্ত। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার শিখিরা চাঁপতার হরিদাপুর এলাকায়, ঝগড়ার মাঝে ছমাসের কোলের শিশুকে আছড়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর ওপর।

স্থানীয় সূত্রে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা গেছে, নাসিম আলি ও মাফিজা খাতুনের রয়েছে অনেক কয়েকটা ছাগল । দিনের বেলায় বেশিরভাগ ছাগল ছাড়া অবস্খাতেই থাকে বলে অভিযোগ। আর সেই ছাড়া থাকার কারণে অনায়াসে অন্যের বাড়ির উঠোনে ঢুকে পরে ছাগল। এমনকি সরেনের উঠোনেও ঢুকে যায় ছাগল, ও অনেকটাই ধান খেয়ে নেয় তার। এই ঝামেলা নতুন নয়,এর আগেও কয়েকবার এই বিষয় নিয়ে ঝামেলা হয় দুই বাড়ির মধ্যে। কিন্তু প্রতিবেশীদের মধ্যস্থতায় সেটা মিটেও যায়। কিন্তু গত মঙ্গলবার সেই ঝামেলা একেবারে চরমে ওঠে।

উঠানে ধান শুকাতে দেওয়া ছিল বাপির, আর সেই ধান খেয়ে ফেলে নাসিমের ছাগল এসে। এই নিয়েই সাধারণত ঝামেলা শুরু হয়, নাসিমের স্ত্রী সেটা দেখেও ছাগলকে আটকানোর চেষ্টা করেনা। তার পরিবর্তে ছাগল তাড়ানোর লাঠি দিয়ে বাপিকেই উল্টা মারধর করে বলে অভিযোগ। সেই সময়ে বাপি স্ত্রী সমস্ত ব্যাপারটা আটকাতে আসার জন্য এগিয়ে আসে, কিন্তু তার কোলে ছয় মাসের শিশুকে দেখে, নাসিমের স্ত্রী রাগে কোল থেকে শিশুকে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে। দারুন ভাবে আহত হয়ে যায় সেই শিশু, গ্রামীণ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে আসা হয় তাকে।

কিন্তু সময়ের সাথে সাথে দারুন অবনতি হয় শিশুটির, বমি পর্যন্ত করতে থাকে সে। এর পরে স্থানীয় হাসপাতালে তরফ থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে জানা যায় শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে এই অবস্থা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুর পরিবার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়, কিন্তু প্রতিবেশী একেবারে অস্বীকার করে এই ঘটনা। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখনো লিখিত অভিযোগ হয়নি। হলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে।