Home বিনোদন পরাধীন ভারতের প্রথম লেডি সুপারস্টার হলেন এই মহিলা, যার সৌ’ন্দ’র্য্যে ঘা’য়ে’ল হয়েছিল...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরাধীন ভারতের প্রথম লেডি সুপারস্টার হলেন এই মহিলা, যার সৌ’ন্দ’র্য্যে ঘা’য়ে’ল হয়েছিল গো’টা দেশ!

আমরা সকলেই বলিউড মানেই একটা গ্ল্যামারাস জগৎকে বুঝি। কিন্তু যখন সবেমাত্র ভারতীয় সিনেমা তখন সবে বিস্তার লাভ করতে শুরু করেছে সেই সময়টা ছিল ১৯২০ সাল। ওই সময় ভারতীয় চলচ্চিত্রে পুরুষ অভিনেতাদের অল্প বিস্তর পাওয়া গেলেও মহিলা অভিনেতাদের পাওয়া যেত না। সেই সময় বেশিরভাগ ই রক্ষণশীল পরিবারের মেয়েদের বাইরে বেরিয়ে অভিনয় করতে দিতে একদমই রাজি হতো না। আর সেই সময়েরই একজন অভিনেত্রী ছিলেন যিনি এসব সব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এই ইন্ডাস্ট্রিতে আসেন। আর তিনিই প্রথম সুপারস্টার ছিলেন মহিলা অভিনেত্রীদের মধ্যে।

আর এই বিখ্যাত অভিনেত্রীর নাম হলো ‘ নাসিম বানু ‘। তাঁর অভিনয় দক্ষতা যেমন গুণ ছিল তেমনই রূপে ছিলেন তিনি লক্ষ্মী। অপরূপ সৌন্দর্যের কারণে তাকে ‘বিউটি কুইন’ আখ্যা দেওয়া হয়। তাঁর জন্ম হয় ১৯১৬ সালে দিল্লিতে। বাবা হাসানপুরের নবাব আব্দুল ওয়াহেদ খান। মা শমসাদ বেগম ছিলেন তৎকালীন সময়ের একজন সফল গায়িকা।

নাসিম বানুর আসল নাম রওশন আরা বেগম। কিন্তু মা সফল গায়িকা হলেও তাঁকে অভিনয় করতে দিতে চান নি। কিন্তু নাসিম বানু অভিনেত্রীই হতে চেয়েছিলেন। তাই ছবির শুটিং দেখার জন্য বম্বে শহরে গিয়ে সেখানেই অভিনেতা সোহরাব মোদি তাকে কাস্ট করে নেন পর পরবর্তী ছবির জন্য। ১৯৩৫ সালে তাঁর প্রথম ছবি ‘খুন কা খুন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা সোহরাব মোদী।

আরো পড়ুন: ব্যস্ততা থাকলেও ইস্ত্রির দোকান দেখে থ’ম’কে গেলেন! কাপড় ইস্ত্রি করতে গিয়ে হাত পো’ড়া’লে’ন ঊষসী

এরপর তিনি ‘পুকার’ ছবিতে নূরজাহানের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এই ছবির জন্য তাকে গান শিখতে হয়েছিল এবং ঘোড়ায় চড়াও জানতে হয়েছিল। ছবির ‘জিন্দেগি কা সাজ ভি আয়া হ্যায়’ গানটি তখন অনেক জনপ্রিয়তা পায়। এভাবে একের পর এক হিট ছবি করে গিয়েছেন। সেই সময় ৩৫০০ টাকা করে পেতেন তিনি। এখন মূল্য ঠিক কতটা আন্দাজ করে নেওয়া যায়। তবে এত কিছুর মধ্যেও তিনি কিন্তু ফিল্ম জগতের কাউকে জীবন সঙ্গী হিসাবে বাছেন নি।

তিনি একসময় তাঁর ছোটবেলার বন্ধু এহসান-উল-হককে বিয়ে করেন। কিন্তু তাঁর দুর্ভাগ্য যে, সারাজীবন তাঁর সাথে নাসিম বানুর থাকা আর হয়ে ওঠেনি। দেশভাগের সময় এহসান তাঁর দেশ পাকিস্তানে ফিরে যান। আর নাসিম তাঁর বাচ্চা মেয়েকে নিয়ে এই দেশেই থেকে যায়। আর সেই বাচ্চার নাম হলো সায়রা বানু।

সায়রা বানুর মার এই গল্প অনেকেরই জানা নেই। সায়রা বানু নাসিমের কন্যা যিনি ১৯৬০-৭০ এর দশকের বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। পরবর্তী দিনে তার সঙ্গে দিলীপ কুমারের বিয়ে হয়। অর্থাৎ নাসিম বানু ছিলেন সায়রা বানুর মা এবং দিলীপ কুমারের শাশুড়ি। ১৯৩০-১৯৫০ প্রায় দুই দশক ধরে তাঁর অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিকে।