সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাইভ কনসার্টে গান গাইতে গাইতে লু’টি’য়ে পড়লেন বি’খ্যা’ত সংগীতশিল্পী

লাইভ কনসার্টে গান গাইতে গাইতে মঞ্চে ঢলে পড়লেন কেরলের জনপ্রিয় তথা কিংবদন্তি গায়ক এডাভা বশির। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বশির। শোকস্তব্ধ হয়েছে গোটা দেশ। ভাইরাল হয়েছে প্রায়ত গায়কের মঞ্চে লুটিয়ে পরার ভিডিও। চোখের জল চেপে রাখতে পারেননি নেটিজনেরা।

শনিবার রাত ৯.৩০ মিনিটে ক্যামেলট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মেগাস্টার মিউজিক নাইট চলাকালীন এই ঘটনা ঘটে।বশীরের জন্ম ভার্কালের কাছে ইদাভাতে। তার বাবা বিদেশ থেকে আনা পুরনো রেকর্ড প্লেয়ারে হাত পাওয়ার পর তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন।

ইসুদাস ও রফির গান শুনে তিনি তার প্রশিক্ষণ শুরু করেন। স্কুল-কলেজ শিক্ষায় তিনি অনেক পুরস্কার জিতেছেন। বশির এবং তার বন্ধুরা অল কেরালা মিউজিশিয়ান অ্যান্ড টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন শুরু করেছিলেন এবং অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি ভারকলায় ‘সংগীতালয়’ নামে একটি দল শুরু করেন।

অসংখ্য গান গেয়েছেন তিনি। তাঁর সর্বাধিক অনুরোধ করা গান ছিল ‘আকাশরূপিণী অন্নপূর্ণেশ্বরী’। ‘বীনা ভাইকুম’ গানের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়।