সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা হাস’পাতালে অ’ত্যা’ধু’নি’ক ৭টি অ’পা’রে’শ’ন থি’য়ে’টা’রে’র উ’দ্বো’ধ’ন কর’লেন জেলা শাসক

মালদা হাসপাতালে অত্যাধুনিক ৭টি অপারেশন থিয়েটারের উদ্বোধন করলেন জেলা শাসক

মালদা,১০ মে : চিকিৎসা ক্ষেত্রে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মুকুট জুড়লো আরেকটি পালক।
উত্তরবঙ্গে এই প্রথম মালদায় ট্রমা কেয়ার ইউনিটে অত্যাধুনিক ৭টি অপারেশন থিয়েটারের উদ্বোধন করলেন জেলা শাসক।

মঙ্গলবার জেলাশাসক রাজশ্রী মিত্র সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক স্বাস্থ্য বিভাগ বৈভব চৌধুরী ছিলেন মেডিকেল কলেজের এম এস ভি পি পুরঞ্জয় সাহা সহ অন্যান্য চিকিৎসকরা। ৭টি অপারেশন থিয়েটার এর মধ্যে দুটি আপাতত চালু হবে।

এখানে নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি সহ বিভিন্ন অপারেশন করা হবে। এর পাশাপাশি মুমূর্ষ রোগীর ৫০ বেডের হাইব্রিড সিসিইউ তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। ট্রমা কেয়ার সেন্টারের পাশে সেটাও এদিন জেলাশাসক নিজে পরিদর্শন করে দেখেন।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা রোগীদের কিভাবে পরিষেবা দেওয়া যায় তা নিয়েও আলোচনা হয় এদিন।