সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য পুলিশে একদম ভ’র’সা নেই কমিশনের, উপনির্বাচনে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বা’হি’নী

এই রাজ্যে ১২ এপ্রিল উপনির্বাচন হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে। এই উপনির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চায় জাতীয় নির্বাচন কমিশন।

এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন। তাই রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে উপনির্বাচন। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় দুই কেন্দ্রের উপনির্বাচন হবে ১২ এপ্রিল।

নির্বাচন সূত্র মারফত জানা গিয়েছে, বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশন যখন পুরভোট পরিচালনা করেছিল, তখন রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল।

আরো পড়ুন: ঝেঁ’পে আ’স’ছে, আগামী ২৪ ঘন্টা প্র’ব’ল ঝড় বৃষ্টির সম্ভাবনা

এর পাশাপাশি, যেভাবে কোথাও সিসিটিভি ভাঙার অভিযোগ উঠেছিল, কোথাও প্রার্থীরা আক্রান্ত হয়েছিলেন, সেই সব বিষয়ের উপরই নজর রেখেছিল কমিশন।

সূত্রের খবর, সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যেমনভাবে গত বিধানসভা নির্বাচনে যত কোম্পানি বাহিনী এসেছিল বাংলায়, সেই মতো করে একটি আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিটি বিধানসভা কেন্দ্রের হিসেবে অন্তত ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছেন কমিশনের কর্তারা। সেক্ষেত্রে প্রাথমিক হিসেব অনুযায়ী কমপক্ষে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে সব মিলিয়ে।