সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল সরতেই শহরবাসীর মনে চা’পা ক্ষো’ভ, দা’বি উঠছে আলাদা ট্রেনের

দার্জিলিং মেল কে শিলিগুড়ির আবেগ বলা হয়। শিলিগুড়িবাসী NJP স্টেশনের বদলে হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ। রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমনকি সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর অভিযোগ, দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে ছাড়ার সিদ্ধান্ত NJP স্টেশনকে গুরুত্বহীন করে দেওয়ার চক্রান্ত। আবার দার্জিলিং মেলের নাম বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী, মেয়রের পাশাপাশি রেলের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন BJP বিধায়ক শঙ্কর ঘোষও। দার্জিলিং মেল NJP থেকে ছাড়ার দাবি জানিয়ে প্রয়োজনে হলদিবাড়ি-শিয়ালদা নতুন ট্রেন নামানোর কথাও বলেছেন তিনি।

আরো পড়ুন: সুপ্রিম কোর্ট ব’ড়ো স্ব’স্তি দিলো নূপুর শর্মাকে

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হলদিবাড়ি-শিয়ালদা আরেকটি নতুন ট্রেন চালু করার দাবি তুলেছেন। তিনি বলেন, রেলের এই সিদ্ধান্তে জলপাইগুড়ির মানুষ উপকৃত হবে ঠিকই। কিন্তু এমন সিদ্ধান্তের পর দার্জিলিং ও শিলিগুড়ি জেলার প্রচুর মানুষ রেলকে বার্তা দেওয়ার জন্য বলেছেন।

দার্জিলিং মেল এখানকার মানুষের আবেগ। শুধুমাত্র এই ট্রেনটি NJP থেকে যাত্রা শুরু করে। ফলে প্রয়োজনে এই ট্রেনে সফরসূচি একই রেখে হলদিবাড়ি-শিয়ালদা আরেকটি নতুন ট্রেন চালু করা যেতে পারে। এতে উত্তরবঙ্গের মানুষের আরও সুবিধা হতে পারে।