সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাতীয় সংগীত অবমাননার অ’ভি’যো’গ মমতার বি’রু’দ্ধে, মুম্বই আদালতে ডা’ক প’ড়’লো মুখ্যমন্ত্রীর

জাতীয় সংগীতের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের নিম্ন আদালত মুখ্যমন্ত্রীকে তলব করে পাঠালো। গতবছর মুম্বাই সফর চলাকালীন জাতীয় সংগীতের অবমাননার দায়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জনৈক বিজেপি নেতা। আগামী দোসরা মার্চ মুখ্যমন্ত্রীকে মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মুম্বাইয়ের মাজগাওয়ে নগর দায়রা আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এই মামলার শুনানির দিন মুখ্যমন্ত্রীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পাখির চোখ। তাই বিজেপি বিরোধী দল গুলিকে একত্রিত করার লক্ষ্যমাত্রা নিয়ে ডিসেম্বরে মুম্বাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সেখানেই তিনি একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেখানে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা। তার অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী জাতীয় সংগীত বসে বসেই গাইছিলেন। তাও আবার কয়েক লাইন গাওয়ার পর সম্পূর্ণ করার আগেই জয় বাংলা, জয় মহারাস্ট্র শ্লোগান দিয়ে ওঠেন মাঝখানে।

মুম্বাইয়ের বিজেপি নেতার অভিযোগকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সরব হয়ে ওঠেন। যদিও তৃণমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তাদের দাবি মুখ্যমন্ত্রী জাতীয় সংগীত গাননি। তিনি জাতীয় সংগীতের শব্দ ধরে দেশের সংস্কৃতি এবং সংহতি বোঝানোর চেষ্টা করেছিলেন।