সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নবম-দশম শ্রেণীর শিক্ষক নি’য়ো’গ মা’ম’লা’য় অভিযোগকারীকে ডে’কে পাঠালো CBI

এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় ক্রমে সারা রাজ্য জড়িয়ে পড়ছে। স্কুল সার্ভিস কমিশনে দীর্ঘদিন ধরে যে অরাজকতা চলেছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। এই তদন্তে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রাজ্যের একাধিক মন্ত্রীকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার এসএসসি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সিবিআই।

সম্প্রতি সিবিআইয়ের তরফ থেকে মামলাকারীকে তলব করা হয়েছে। মামলাকারী অনিন্দিতা বেরাকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। অন্যদিকে নিজাম প্যালেসকে নিয়োগ সংক্রান্ত নথি এবং শংসাপত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: নয়া পালক বাংলার মু’কু’টে! শিক্ষা ব্যবস্থায় রাজ্য পে’লো SKOCH অ্যাওয়ার্ড

হাজিরার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সিবিআই। নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশ মেনে নতুন করে এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে মামলাকারীর পাশাপাশি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের তলব করা হবে বলে জানিয়েছে সংস্থা।

2019 সালে নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক পদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। পাঁচ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে এই চাকরি পেয়েছিলেন প্রার্থীরা।

এদিকে তখন থেকেই অভিযোগ উঠেছে প্যানেলের তালিকায় বহু পিছনে থাকা নামের ব্যক্তি সুপারিশ অনুযায়ী চাকরি পেয়ে গিয়েছেন। কিন্তু তার আগের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এবার সেই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু হয়েছে। মামলার ফলাফলের দিকে চেয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।