সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুসলিম ভোট টানতে ব’ড়ো পরিকল্পনা গেরুয়া শিবিরের, চিন্তায় বি’রো’ধী দলগুলো

আবারো রাজনৈতিক চাপানউতোর, এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী সমাজের পিছিয়ে পড়া মানুষকে ভোটার হিসেবে চাইছেন, তাই উন্নয়নের উপর জোর দিতে তিনি বদ্ধপরিকর। ইতি মধ্যেই বিজেপি পসমন্দা মুসলিমদের কাছে পৌঁছানোর পরিকল্পনা শুরু করেছেন, এবং সমাজে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য কিছু করার উদ্যোগ নিচ্ছেন।

সম্প্রতি উত্তরপ্রদেশের রামপুর ও আজমগড় লোকসভা নির্বাচনী জয়ী হয়েছে পদ্মপুর শিবিরের প্রার্থীরাই, এবং ওই দুই এলাকাতেই সংখ্যাগরিষ্ঠ মাত্রায় রয়েছে মুসলিমরা অর্থাৎ মুসলিমদের সংখ্যাই বেশি সেখানে।

মুসলিমদের সমর্থনে বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট সংখ্যা প্রায় ৮% বেড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। তাই এবারও সে কথা মাথায় রেখেই এদিন হায়দ্রাবাদের তাদের দলীয় কর্মী সমিতির বৈঠকে নতুন করে ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি।

আরো পড়ুন: এখনকার ছবির মাথা’মু’ন্ড নেই, ফালতু ছবি তৈ’রি হচ্ছে! টলিউড নিয়ে বি’স্ফো’র’ক বিপ্লব

সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাই সেই নির্বাচনকে কেন্দ্র করে ও অহিন্দু জনতার কাছে পৌঁছাতে চাইছে পদ্মফুল শিবির। এদিন তাঁর এই বক্তব্যে বিরোধীদের কপালে চিন্তা বেড়েছে কারণ তাঁদের বিরোধী পক্ষরা বিজেপিকে হিন্দুদের সংগঠন বলে ক্ষেপিয়ে দিত সকলকে, যার ফলে তাঁরা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটগুলিকে নিজেদের ঝুলিতে সহজেই টেনে নিতেন।

কিন্তু এইবার মোদির নতুন চালে কিস্তিমাত হতে চলেছে, যে কারণে বিজেপি মনে করছে তাদের ভোটার সংখ্যা কিছুটা হলেও বাড়বে এবং অপরদিকে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে বিরোধীদল গুলির দিকে কারণ এইভাবে যদি ভোটারদের একাংশের উপর আধিপত্য বিস্তার করে ফেলে বিজেপি, তাহলে বিরোধীদল গুলি খুব একটা সুবিধা করে উঠতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।