সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো বড়ো নেতারা নিজেদের ম’তো ঠিকই সেটিং ক’রে নেয়, কখনো এ দলে কখনো অন্য দলে: দেব

অভিনেতা দেবের কাছে, রাজনীতি রাজনীতির জায়গায়। তিনি কোন দলের সেটা তাঁর পরিচয় হতে পারে না। ব‍্যবহারই হোক মানুষের আসল পরিচয়।

তিনি বলেন, নিজের দলের হয়েও যখন প্রচারে যাই তখন এই কথাটাই বলি। বড় বড় নেতারা ঠিক নিজেদের সেটিং করে নেবে। কখনো এ দলে তো কখনো অন‍্য দলে।

সমস‍্যাটা গ্রাসরুট লেভেলের রাজনীতিবিদদের। তাঁরা এমন শত্রুতা তৈরি করে নেয় যা সুস্থ পরিবেশ সৃষ্টি করে না। নেতাদের কাজ মানুষকে লড়ানো নয়, বাঁচানো। আমি এই বার্তাটাই দিতে চাই, রাজনীতির মধ‍্যে থেকেও মানুষ যেন ভালবেসে থাকে।

আরো পড়ুন: রাজ্য বিজেপির দা’য়ি’ত্ব এবার কাদের হা’তে? কি সি’দ্ধা’ন্ত নিলেন অমিত শাহ?

তবে এর আগেও সাংবাদিক সম্মেলনে দেব বলেছিলেন, একটা দলকে ভালবাসা, সেই দলের প্রশংসা করা বা দলের সঙ্গ নেওয়া তার মানে এই নয় যে বাকিরা তোমার শত্রু। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। যেদিন সেটা বিশ্বাস করতে শিখব সেদিন রাজনীতি ছেড়ে দেব। আমি কথা দিলাম।