সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় বর্ষার আগমন! দিনক্ষণ জানিয়ে দি’লো হাওয়া অফিস

এবার বাংলাতেও আগাম ঢুকতে চলেছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমী বায়ু পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতে। তারপরই এর গন্তব্য হবে বাংলা। এর আগে অবশ্য কয়েকদিন রোদের তাপে পুড়তে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।

তবে সন্ধ্যায় স্বস্তি দিয়ে নামতে পারে বৃষ্টি। এদিন আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২ থেকে ৩ দিনের মধ্যে পার্বত্য পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম বর্ষা অগ্রসর হতে পারে। এর জন্য পরিস্থিতি অনুকূল।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার দিকে। বাকি সময় দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

আরো পড়ুন: পুতিনের আয়ু মাত্র ৩ বছর? রাশিয়ান গুপ্তচরের দা’বি ঘি’রে শো’র’গো’ল বিশ্বজুড়ে

ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর ফলে বাংলায় আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে।