সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু কলকাতা অফিসেই ৫০ হাজার ক’র্মী নি’য়ো’গ ক’র’বে TCS, টুইট করে সুখবর দি’লে’ন মমতা

আমাদের রাজ্যে কর্মসংস্থানের নিয়ে সারা জীবন প্রশ্ন উঠে গেছে। আমাদের রাজ্যে বহু মানুষ আজও বেকার। কেউ কেউ বলেন, বাংলা এখন বৃদ্ধাশ্রম। রাজ্যে ছেলে মেয়েরা চাকরি না পেয়ে চলে যায় বাইরে। বাংলায় থেকে যান বাবা-মায়েরা। আর একবার বাইরের সুযোগের হাতছানিতে সাড়া দিলে সেই ছেলে মেয়েরা কখনো ফিরে আসেনা পশ্চিমবঙ্গে। তাই এবার বাংলা ছেলে মেয়েকে ঘরে রাখার জন্য কর্মসংস্থানের নতুন একটি দিশার খোঁজ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিস আমাদের পশ্চিমবঙ্গের 50 হাজার কর্মী নিয়োগ করলো। স্বাভাবিকভাবে আইটি সেক্টরে আত্মকর্মসংস্থানের আগে কখনো হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখেন, বাংলার সরকার কর্মসংস্থানের ব্যাপারে বদ্ধপরিকর। অত্যান্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, বাংলার আইটি সেক্টরে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

টিসিএস কলকাতায় 50 হাজার কর্মী নিয়োগ করবেন। 2011 সালে কলকাতায় 11 হাজার কর্মী নিয়োগ করেছিল টিসিএস এ বার 50 হাজার কর্মী নিয়োগ করবেন তারা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা।

কোন রাজ্যে তুলনায় বাংলায় আইটি সেক্টরে অনেক কম নিয়োগ করা হয় তাই অনেকের মুখে এর আগে আক্ষেপ শুনতে পাওয়া গেছে। তবে এবার এত সংখ্যক কর্মী নিয়োগের ব্যাপারে সামনে হয়তো সেই প্রত্যাশা পুরণ হতে চলেছে। টাটার দেখানো পথেই কলকাতায় বড়োসড়ো নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবার।